মুম্বই: বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়াকে (Parineeti Chopra) এবার দেখা যাবে রিয়েলিটি শো 'হুনরবাজ'-এ। অনুষ্ঠানে বিচারকের আসনে মিঠুন চক্রবর্তী ও কর্ণ জোহরের সঙ্গে যোগ দেবেন অভিনেত্রী। তাঁর কথায়, এই অনুষ্ঠানের ফলে তিনি দেশের বিভিন্ন অংশের একাধিক মানুষের সঙ্গে সাক্ষাত করতে পারবেন এবং সেটা তার জন্য বেশ মজার অভিজ্ঞতা হতে চলেছে।
অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে লেখেন, 'আমি সবসময়েই টিভি নিয়ে আমার ভালবাসার কথা জানি। আমি মঞ্চে লাইভ শ্রোতাদের সামনে সবচেয়ে বেশি কমফোর্টেবল অনুভব করি, আমি নতুন মানুষদের সঙ্গে মিশতে ও দেখা করতে তাঁদের গল্প শুনতে ভীষণ ভালবাসি। তাই টিভিতে সবসময়েই এগুলো স্বাভাবিক মনে হয়। চ্য়ালেঞ্জ ছিল সঠিক শো-টা খুঁজে বের করা!
খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমি কর্ণ ও মিঠুন দার সঙ্গে বিচারকের আসনে বসতে চলেছি। তাঁদের সঙ্গে এই সফরে চলতে খুবই উত্তেজিত।'
সম্প্রতি তাঁর আগামী ছবি 'উঁচাই'-এর সেটে বলিউডে ১০ বছর পূরণ উদযাপন করেন পরিণীতি। এবার তাঁকে দেখা যাবে ছোটপর্দায়ও। 'হুনরবাজ: দেশ কি শান' নামক রিয়েলিটি শো খুব শীঘ্রই দেখা যাবে কালার্স চ্যানেলে।