ঐশ্বর্যকে নিয়ে কেবিসি-তে করা এই প্রশ্নের উত্তর আপনি জানেন কি?

টিভির পর্দায় আসতে চলেছে কোন বনেগা ক্রোড়পতি। যে কোনও প্রতিযোগীতামূলক পরীক্ষাতেও কাজে লাগতে পারে কেবিসি তে বলা এই সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি। আপনার সুবিধার্থে দেওয়া হল সেইসব প্রশ্ন ও সঠিক উত্তর।

Continues below advertisement
নয়াদিল্লি: টেলিভিশনের পর্দায়  খুব তাড়াতাড়ি আসতে চলেছে ভারতের অন্যতম জনপ্রিয় টিভি শো 'কেবিসি' বা 'কোন বনেগা ক্রোড়পতি' সিজিন ১২। প্রতি বারের মতো এই টিভি শো টি সঞ্চালনা করবেন অমিতাভ বচ্চন। গত ৯ মে থেকে শুরু হয়েছিল এই শো-এর বাছাই পর্ব। এই টিভি শো কেবল বিনোদনের জন্য নয়। সাধারণ জ্ঞানের ওপর ভিত্তি করে কিছু প্রশ্ন করা হয় এই শো-তে। এই প্রশ্নগুলি কেবলমাত্র বিনোদনের জন্য নয়। যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও কাজে লাগতে পারে এই সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি। আপনার সুবিধার্থে দেওয়া হল সেইসব প্রশ্ন ও সঠিক উত্তর। বোকারো, ভিলাই আর রাউরকেলা - এই তিন জায়গা কোন শিল্পের জন্য বিখ্যাত?
  • তৈল পরিশোধন
  • সোনার খনি
  • জাহাজ নির্মাণ শিল্প
  • ইস্পাত শিল্প
  • সঠিক উত্তর- ইস্পাত শিল্প
'দ্য কোয়ালিশন ইয়ার ১৯৯৬-২০১২' ভারতের কোন প্রাক্তন রাষ্ট্রপতির আত্মজীবনী?
  • প্রণব মুখোপাধ্যায়
  • প্রতিভা পাটিল
  • এপিজে আবদুল কালাম
  • কেআর নারায়াণন
  • সঠিক উত্তর- প্রণব মুখোপাধ্যায়
এর মধ্যে কোন খেলায় অলিম্পিমপিক্সে পুরুষদের বিভাগে ভারত কোনও পদক পায় নি?
  • ব্যাটমিন্টন
  • টেনিস
  • বক্সিং
  • তিরন্দাজি
  • সঠিক উত্তর- ব্যাটমিন্টন
বর্তমানে পৃথিবীতে মৎস্য প্রজাতির সবচেয়ে বড় প্রাণী কে?
  • নীল তিমি
  • হোয়েল শার্ক
  • ওরকা
  • স্পার্ম হোয়েল
  • সঠিক উত্তর - হোয়েল শার্ক
ঐশ্বর্য রাইয়ের লিপে এই গানটির লাইনটি সম্পূর্ণ করুন- 'কজরারে কজরারে, তেরে কারে কারে....'
  • গহনা
  • ল্যাহেঙ্গা
  • জুলফে
  • ন্যায়না
  • সঠিক উত্তর - ন্যায়না
এর মধ্যে কোন জায়গায় কালকুঠুরি থাকে?
  • প্যানেটোরিয়াম
  • কারাগার
  • প্রতিবেশীর ঘর
  • বাথরুম
  • সঠিক উত্তর - কারাগার
আপনি ৩৬ টা কলা কিনেছেন। তার মানে আপনি কত ডজন কলা কিনেছেন?
  • এক
  • দুই
  • তিন
  • চার
  • সঠিক উত্তর - তিন
স্ম্যাশ, লব, সার্ভ- এই স্ট্রোকগুলি কোন খেলায় হয়?
  • কুস্তি
  • ফেন্সিং
  • টেবিল টেনিস
  • বক্সিং
  • সঠিক উত্তর - টেবিল টেনিস
'হর ওহ দিবার পে হজরত সে নজর করতে হ্যায়, খুশ রহো, অহল ইয়ে বতন হাম তো সফর করতে হ্যায়' এটি কোন কবির লেখা সায়রি?
  • বাহাদুর শাহ জাফার
  • বাজিদ আলি শাহ
  • হজরত মোহানি
  • মীর তাঙ্কি মীর
  • সঠিক উত্তর - বাজিদ আলি শাহ
শ্রী রামচন্দ্রের বনবাসের সময় ভরত কোন বস্তু সিংহাসনে রেখে শাসনভার সামলেছিলেন?
  • পাদুকা
  • মালা
  • আংটি
  • তলোয়ার
  • সঠিক উত্তর - পাদুকা
 
Continues below advertisement
Sponsored Links by Taboola