কলকাতা: পরিচালকের আসনে যখন কৌশিক গঙ্গোপাধ্যায় তখন ছবিতে সম্পর্কের গল্প থাকবে না তাও কি হয়? কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Kaushik Ganguly)-র নতুন ছবি 'অর্ধাঙ্গিনী'তে এক ত্রিকোণ প্রেমের গল্প দেখতে পাবে দর্শক। 



কী দেখা যাচ্ছে ট্রেলারে?


বর্তমান স্ত্রী'কে নিয়ে ভালই দিন কাটছিল। কিন্তু আগুন্তুকের মত  হঠাৎ এসে পড়ল অসুস্থতা। একেবারে কোমায় চলে গেলেন ছবির নায়ক কৌশিক সেন। তারপরই তাঁর জীবনে প্রথম স্ত্রী'র প্রবেশ। স্বামীর অসুস্থতায় ভেঙে পড়লেন দুজনেই। তবুও সম্পর্ক মহা বিষমবস্তু। এই টানাপোড়েন চলতে থাকে গোটা ট্রেলার জুড়ে। কী হবে চলেছে এই গল্পের শেষে। রহস্য় জিইয়ে রাখলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়(Kaushik Ganguly)।


আরও পড়ুন...


Swimming: সাঁতার কাটার সময় কীভাবে চোখ রক্ষা করবেন ইনফেকশন থেকে? নজরে থাকুক সহজ কয়েকটি টিপস


মুখ্য় চরিত্রে কারা?


কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Kaushik Ganguly)-র নতুন ছবির মুখ্যচরিত্রে দেখা যেতে চলেছে চুর্ণী গঙ্গোপাধ্য়ায় ও জয়া এহসানকে। মুখ্যভূমিকায় অভিনয় করছেন কৌশিক সেন (Kaushik Sen)-ও। ত্রিকোণ প্রেম আর সম্পর্কের টানাপোড়েনে এগিয়ে যাবে এই ছবির গল্প। 


তবে শুধু প্রেম নয়, জয়া ও চূর্ণী, দুজনকেই দেখা যাবে কৌশিকের স্ত্রীর ভূমিকায়। একজন প্রাক্তন, অপরজন বর্তমান। কোনও মানুষ কি অন্য কারোও মত হতে পারে? নাকি জীবনে কোনও কোনও জায়গা খালি রয়ে যায় চিরকালের জন্য? এই টানাপোড়েনই ফুটে উঠবে কৌশিক গঙ্গোপাধ্যায়ের এই ছবিতে। কৌশিক সেনকে এখানে দেখা যাবে একজন অধ্যাপকের চরিত্রে। ২ জুন মুক্তি পাবে এই ছবিটি। প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মের প্রযোজনায় মুক্তি পাচ্ছে এই ছবিটি। 


এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অম্বরীশ ভট্টাচার্য্য (Ambarish Bhattacharyya)-কে। কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এটি তাঁর তৃতীয় ছবি। সোশ্যাল মিডিয়ায় প্রথম এই সিনেমার যে ছবিটি শেয়ার করে নেওয়া হয়েছিল, তা হল সমান করে মাঝখান থেকে কাটা একটি আপেল। পরিচালকের মতে, একটি আপেল কে মাঝখান থেকে কাটলে দুটি টুকরো কেউ কম নয়, কেউ বেশিও নয়। এর থেকে ভাল উদাহরণ আর কিই বা হতে পারে। এরপর প্রকাশ্যে এসেছে ছবির পোস্টার। সেখানে অর্ধেক মুখ চূর্ণীর, অর্ধেক জয়ার। কোনও অভিনেতার ছবি অবশ্য দেখা যায়নি পোস্টারে। 


'কাবেরী অন্তর্ধান' ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন দুই কৌশিক। সেই ছবিতেও ছিলেন অম্বরীশ। 'কাবেরী অন্তর্ধান'-এর মুখ্যভূমিকায় দেখা গিয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। সিনেমাহলে অল্পদিন জায়গা পেলেও দর্শকদের মন কেড়েছিল এই ছবি। প্রায় একই সময় 'পাঠান' মুক্তি পাওয়ায় অনেক প্রেক্ষাগৃহে জায়গা পায়নি এই ছবি।