কলকাতা: প্রায় ৪৪ সেকেন্ড দীর্ঘ একটি ভিডিও, নেই একটি সংলাপের ঝলক। প্রকাশ্যে এল 'ফ্ল্যাশব্যাক' ছবির টিজার ('Flashback' Teaser Out)। থ্রিলার ঘরানার এই ছবির টিজার মন জয় করতে পারল দর্শকের?


প্রকাশ্যে 'ফ্ল্যাশব্যাক' ছবির টিজার


মুক্তি পেল 'ফ্ল্যাশব্যাক' ছবির রহস্যে মোড়া অফিসিয়াল টিজার। অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly), সৌরভ দাস (Sourav Das) ও শবনম বুবলী (Shabnam Bubli) এবার কাজ করবেন একসঙ্গে, এক ছবিতে। এই ছবির পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন জনপ্রিয় পরিচালক রাশেদ রাহা।


এই ছবিতে অঞ্জনের চরিত্রে দেখা যাবে অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়কে। প্রথম লুকে অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়কে দেখা গিয়েছে একটি কালো কোট পরে। মঞ্চ নাটকের এক সময়ের স্বনামধন্য ব্যক্তিত্ব অঞ্জন। বহুদিন হল সব ছেড়ে দিকে এক কথায় উধাও তিনি। এখনও অঞ্জন অভিনয় করেন, তবে মঞ্চে কিংবা পর্দায় নয়, বাস্তবে। অন্যদিকে ছবিতে ডিকে চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সৌরভ দাস। এক ভবঘুরের ন্যায় চরিত্রে দেখা যায় তাকে। অন্যদিকে ছবির আরও এক প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শবনম বুবলী। পেশায় শ্বেতা একজন চিত্র পরিচালক। তিনজন ভিন্ন চরিত্রের হলেও জীবনের সফরে দেখা হয় অঞ্জন, শ্বেতা ও ডিকের। পাহাড়ের প্রেক্ষাপটে তাঁদের দিন সিনেমার চিত্রনাট্যের চেয়েও রোমাঞ্চকর হয়ে ওঠে। জীবনের খেলায় কোনদিকে যাবে ছবির মোড়? ছবি 'ফ্ল্যাসব্যাক' বলবে সেই গল্পই। 


কলকাতা শহর ও উত্তরবঙ্গের পাহাড়ে ছবির শ্যুটিং হয়েছে। পরিচালক রাশেদ রাহা বলেন, 'এই ছবিতে অঞ্জনের চরিত্রে অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় অনবদ্য। অন্যদিকে শ্বেতা ও ডিকের চরিত্রে শবনম বুবলী ও সৌরভ দাসও অসাধারণ।'


 



অভিনেত্রী শবনম বুবলীর কথায়, 'ভারতীয় ছবিতে অভিনয় করতে পারাটা আমার খুব ভাল লাগার বিষয়। অসাধারণ একটি টিম, অসাধারণ সমস্ত অভিনেতা। কৌশিক স্যার ও সৌরভের সঙ্গে অভিনয় করার অভিজ্ঞতা দারুণ। আমাদের পরিচালক রাশেদ রাহা একজন দক্ষ পরিচালক। আমার চরিত্রটা দারুণ, আশা করছি সবার ভালবাসা পাব।' অভিনেতা সৌরভ দাস বলেন, 'এই ছবিতে আমার চরিত্রের মধ্যে আলাদা একটি মজা আছে। কৌশিক দা, বুবলীর সঙ্গে অভিনয় করার অভিজ্ঞতা দারুণ। এর আগে বুবলীর সঙ্গে কাজ হয়নি আমার। দর্শকদের ভাল লাগবে ছবিটি।' টিজারে দেখা গেল ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন রজতাভ দত্ত। দেখা যাবে আরও একাধিক নামী অভিনেতা ও অভিনেত্রীদের।


আরও পড়ুন: 


ছবিটি মুক্তি পাবে নারায়ণ চট্টোপাধ্যায় ও কাজী জাফরিন মুনের প্রযোজনায় 'এ ব্লু হোয়েল এন্টারটেইনমেন্ট' ও 'বিগ আর এন্টারটেইনমেন্ট'-এর ব্যানারে। চলতি বছরে বড়পর্দায় মুক্তি পাবে 'ফ্ল্যাসব্যাক' ছবিটি।