কলকাতা: সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে ছবি তৈরি করেছিলেন তিনি, কিন্তু তাঁকে দেখানো হয়নি। 'বেলাশুরু' না দেখেই না ফেরার দেশে পাড়ি দিয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)। সেই আফশোস যেন এখনও প্রত্যেকটা মুহূর্তে হয় তাঁর। কিন্তু কোন অভিমান নিয়ে চলে গিয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় নিজেই? কখনও কাউকে বলতে পারেননি সেই অভিমানের কথা, বলেছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee)-কে! 'বহুরূপী' (Bohurupi) মুক্তির আগে সেই কথাই এবিপি লাইভ বাংলাকে (ABP Live Bangla)-কে বলে গেলেন শিবপ্রসাদ। 


টলিউডে এখন একাধিক অভিযোগ উঠছে নারীসুরক্ষা নিয়ে, কাজের পরিবেশ নিয়ে। দীর্ঘদিন ধরে টলিউডে কাজ করছেন শিবপ্রসাদ। কাজের পরিবেশ নিয়ে তাঁর কোনও অভিযোগ রয়েছে? শিবপ্রসাদ বলছেন, 'কাজের পরিবেশের চেয়েও যেটা দরকার সেটা সম্মান, শ্রদ্ধার। আমাদের সেই জায়গাটাতে কোথাও খামতি থেকে যাচ্ছে। আমরা অনেক বড় জায়গার কথা ভাবছি, কিন্তু আমাদের কাজটা শুরু করতে হবে ছোট জায়গা থেকেই। নতুন যে স্টুডিওগুলো তৈরি হয়েছে সেখানে শ্যুটিং করতে গিয়ে দেখলাম নোংরা হয়েছে, ঝুল পড়েছে। সেগুলোর দেখভাল আমরা করতে পারছি না কেন? যদি এত যত্ন করেই স্টুডিও তৈরি হয় তাহলে আমায় মেক আপ ভ্যান আনতে হচ্ছে কেন? মহিলাদের ব্যবহারের জন্য ভাল মেকআপ রুম নেই কেন? এগুলো তো খুব সাধারণ। স্বাতীদি 'বেলাশুরু' না দেখে চলে গিয়েছেন। সৌমিত্রদাও 'বেলাশুরু', 'বেলাশেষে' করেছিলেন। রজনীকান্তের যখন একটা ছবি ব্লকবাস্টার হয়, গোটা তামিল ইন্ডাস্ট্রি ওঁকে ধন্যবাদ জানায়, সম্মান জানায়, ফুলের তোড়া দেয়। সৌমিত্রদা এই ক্ষোভ নিয়ে চলে গিয়েছেন যে 'বেলাশুরু' হিট হওয়ার পরে ইন্ডাস্ট্রির কেউ ওঁর বাড়িতে গিয়ে একটা ফুলের তোড়াও দিয়ে আসেননি। স্বাতীদির বয়স হয়ে গিয়েছিল বলে পুরস্কার প্রদানের অনুষ্ঠানে ওঁকে ধরাই হয়নি।'


এখানেই থামলেন না শিবপ্রসাদ। বলে চললেন, 'আমি এবং নন্দিতাদি একসঙ্গে সিনেমা করি। আমাদের ক্রেডিট লাইনে সবসময় নন্দিতাদির নামটা আগে যায়। কিন্তু এখনও বলা হয় পুজোয় সৃজিত মুখোপাধ্যায়ের ছবি আসছে, কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি আসছে, শিবপ্রসাদের ছবি আসছে.. কেন? এই সাফল্যে নন্দিতা রায় কোন অংশে কম? এটা পুরুষতান্দ্রিক নয়? নাকি বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে নন্দিতা রায় এই সাফল্যটা পেয়েছেন?'


আরও পড়ুন: Dev-Srijit: মনোমালিন্য নেই, অনেক বছর ধরেই নাকি ছবি তৈরির কথা হচ্ছিল দেব-সৃজিতের!


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।