কলকাতা: সম্প্রতি, পর্দায় তাঁর 'উচ্ছেবাবু'-র বিয়ে উপলক্ষ্যে বারে বারেই শিরোনামে উঠে এসেছে তাঁর নাম। ধারাবাহিকের নায়ককে নতুন জীবনের শুভেচ্ছা জানাতে আসরে উপস্থিত ছিলেন না পর্দার নায়িকা। সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo)। সম্প্রতি সাত পাকে বাঁধা পড়েছেন আদৃত রায় (Adrit Roy) ও কৌশাম্বি চক্রবর্তী (Kaushambi Chakraborty)। তবে, এক নতুন অধ্যায় শুরু করলেন শুরু করলেন সৌমিতৃষাও। সেই খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। অন্যদিকে, বড়পর্দায় নতুন চরিত্র নিয়ে আসছের ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। ১৩ মে, সোমবার শেষ হল শিবপ্রসাদ-নন্দিতার নতুন ছবি 'বহুরূপী' (Bohurupi)-র শ্যুটিং। আজ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন পোস্ট? দেখে নিন আজকের সোশ্যাল মিডিয়ার সেরা পোস্টগুলি
শেষ হল 'বহুরুপী'-র শ্যুটিং, সেট থেকেই একগুচ্ছ ছবি শেয়ার করে নিলেন ঋতাভরী
বড়পর্দায় নতুন চরিত্র নিয়ে আসছের ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। ১৩ মে, সোমবার শেষ হল শিবপ্রসাদ-নন্দিতার নতুন ছবি 'বহুরূপী' (Bohurupi)-র শ্যুটিং। 'ফাটাফাটি' (Fatafati) ছবিটির পরে, বহুরূপী ছবিতে ফের একসঙ্গে জুটি হিসেবে আবির চট্টোপাধ্যায়ের (Abir Chatterjee) সঙ্গে দেখা যাবে ঋতাভরীকে। আজ শ্যুটিংয়ে ছিলেন আবিরও। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করে নিয়েছেন ঋতাভরী, সেখানে প্রায় গোটা টিমের ছবিই রয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করেছেন ঋতাভরীই। 'রক্তবীজ' (Roktobeej)-এর পরে ফের আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)-কে নিয়ে পুজোর ছবি পরিকল্পনা করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy)। এবারের পুজোর ছবিও থ্রিলারধর্মী। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন, কৌশানী মুখোপাধ্যায় (Kaushani Mukherjee)। ঋতাভরীর শেয়ার করে নেওয়া ছবির মধ্যে একটি সাদা-কালো ছবি বেশ অন্যরকম। বধূবেশের এই ছবি ঋতাভরী ইচ্ছা করেই সাদা-কালো করে দিয়েছেন যাতে প্রকাশ্যে না আসে লুক। তবে তাঁকে এই লুকে দেখে বোঝা যায়, গল্পে ট্যুইস্ট রয়েছে। পরিচালনার পাশাপাশি, এই ছবিতে অভিনেতা হিসেবেও পাওয়া যাবে শিবপ্রসাদকে। সবকিছু ঠিকঠাক থাকলে, এই প্রথম অভিনেতা শিবপ্রসাদের ছবি মুক্তি পাবে পুজোয়। সত্যঘটনা নির্ভর এই ছবির প্রেক্ষাপট ১৯৯৮ থেকে ২০০৫ সাল পর্যন্ত। তৎকালীন সমাজে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনার ওপর কেন্দ্র করেই এই ছবির চিত্রনাট্য তৈরি হয়েছে। শ্যুটিং শেষের পরের ছবি। সহকারী ও বন্ধুর সঙ্গে কাজ উদযাপনে ব্যস্ত ঋতাভরী। সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করে নিয়েছেন এই ছবি।
আদৃত-কৌশাম্বির বিয়ে সারা, 'নতুন শুরু'-র কথা ঘোষণা সৌমিতৃষারও
সম্প্রতি, পর্দায় তাঁর 'উচ্ছেবাবু'-র বিয়ে উপলক্ষ্যে বারে বারেই শিরোনামে উঠে এসেছে তাঁর নাম। ধারাবাহিকের নায়ককে নতুন জীবনের শুভেচ্ছা জানাতে আসরে উপস্থিত ছিলেন না পর্দার নায়িকা। সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo)। সম্প্রতি সাত পাকে বাঁধা পড়েছেন আদৃত রায় (Adrit Roy) ও কৌশাম্বি চক্রবর্তী (Kaushambi Chakraborty)। তবে, এক নতুন অধ্যায় শুরু করলেন শুরু করলেন সৌমিতৃষাও। সেই খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। কী সেই নতুন শুরু? নিজের দ্বিতীয় ছবির কাজ আজ থেকে শুরু করলেন সৌমিতৃষা। নতুন ছবি '১০ই জুন'-এর শ্যুটিং শুরু হল ১৩ মে, সোমবার থেকে। এর আগে, দেব (Dev)-এর প্রযোজনায় ও তাঁরই বিপরীতে অভিনয় করেছিলেন সৌমিতৃষা। 'প্রধান' ছবিই ছিল তাঁর কেরিয়ারের প্রথম ছবি। এরপরে, ফের নতুন ছবির কাজ শুরু করলেন সৌমিতৃষা। ছবির নাম '১০ই জুন'। সৌমিতৃষার বিপরীতে দেখা যাবে সৌরভ দাস (Sourav Das)-কে। সোশ্যাল মিডিয়ায় আজ একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন সৌমিতৃষা। সেখানে দেখা যাচ্ছে ক্যামেরাকে পুজো করা, মহরতের ছবি। অর্থাৎ আজ থেকে শুরু হল ছবির শ্যুটিং। সৌমিতৃষা ও সৌরভ ছাড়াও এই ছবিতে থাকছেন কৌশিক সেন, ঋষভ চক্রবর্তী ও মৌসুমী দাস। কলকাতা ও ব্যান্ডেলের আশেপাশেই হবে ছবির শ্যুটিং। আজ থেকে শুরু হল সেই কাজ। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নিয়েছেন সৌমিতৃষা।