মুম্বই: ১০০০ পর্ব পূর্ণ করছে 'কেবিসি ১৩' (KBC 13)। বলিউড তারকা অমিতাভ বচ্চনকে (Amitabh Bachchan) সর্বশেষ প্রোমোতে তাই খানিক আবেগপ্রবণ হতেও দেখা যাবে। এই পর্বেই বিশেষ অতিথি হিসেবে আসবেন তাঁর মেয়ে শ্বেতা বচ্চন (Shweta Bachchan)। বাবাকে তাঁর প্রশ্ন, এই আইকনিক শোয়ের ১০০০ পর্ব পূর্তিতে তাঁর কেমন লাগছে। প্রশ্ন শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন বিগ বি।


২০০০ সালের ৩ জুলাইয়ে 'কৌন বনেগা ক্রোড়পতি'-এর প্রথম সিজন তেকে এযাবৎ একাধিক এপিসোডের ঝলক দেখা যাবে প্রোমোতে। 'কৌন বনেগা ক্রোড়পতি ১৩'-এর (Kaun Banega Crorepati) আগামী পর্বে হটসিটে বসবেন বিগ বি কন্যা শ্বেতা বচ্চন ও নাতনি নব্যা নভেলি নন্দা (Navya Naveli Nanda)। সেখানেই বাবাকে শ্বেতার প্রশ্ন, 'এটা ১০০০তম পর্ব, কেমন লাগছে তোমার?' বিগ বি-র উত্তর, 'মনে হচ্ছে যেন আমার দুনিয়াটাই বদলে গেছে।' 


 






প্রোমোতে দেখা যাচ্ছে অমিতাভ প্রথম সিজন সঞ্চালনা করছেন। শেষের দিকে তারকার কথায়, 'খেলা এগিয়ে নিয়ে যাওয়া যাক কারণ খেলা এখনও শেষ হয়নি।' অর্থাৎ ২১ বছরের দীর্ঘ যাত্রা এখনই শেষ হচ্ছে না। 


শুক্রবারের বিশেষ 'শানদার শুক্রবার'-এ থাকবেন শ্বেতা বচ্চন ও নব্যা নভেলি নন্দা। ৩ ডিসেম্বর সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশনে দেখা যাবে পর্বটি।