মুম্বই: মুক্তি পাওয়ার পর থেকে বক্স অফিসে কার্যত সুনামি চালাচ্ছে দক্ষিণী সুপারস্টার যশ (Yash) অভিনীত 'কেজিএফ চ্যাপ্টার টু' (KGF: Chapter 2)। একাধিক ভাষায় মুক্তি পেয়েছে এই ছবি। তামিল, তেলুগু, মালায়লম, কন্নড় এবং হিন্দি ভাষায় দর্শকরা দেখতে পাচ্ছেন। আর প্রতিটা ভাষাতেই বক্স অফিসে ব্যাপক প্রভাব ফেলেছে এই ছবি। প্রথম দু'দিনের বক্স অফিস কালেকশনে এর আগে নজরকাড়া পারফরম্যান্স ছিল 'বাহুবলী টু', 'দঙ্গল'-এর মতো ছবির। হালের 'আরআরআর' কিংবা 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'ও ভালো ব্যবসা করেছে। কিন্তু সবাইকে ছাপিয়ে গিয়েছে 'কেজিএফ চ্যাপ্টার টু'।


আরও পড়ুন - Alia Ranbir Wedding: বিয়েতে জামাই রণবীরকে কী উপহার দিলেন আলিয়া ভট্টের মা?


'কেজিএফ চ্যাপ্টার টু' হিন্দি ভার্সনের বক্স অফিস কালেকশন-


এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'কেজিএফ চ্য়াপ্টার টু' ছবির বক্স অফিস কালেকশন পোস্ট করেছেন। তাঁর পোস্ট থেকেই জানা যাচ্ছে, মাত্র দুদিনেই ১০০ কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলেছে এই ছবি। তরণ আদর্শ লেখেন, 'এটা যেন সুনামি চলছে। দ্বিতীয় দিনেও বল বাউন্ডারির বাইরে। যেকোনও ছবির থেকে বেশি ট্রেন্ডিং হচ্ছে। এমনকি পিছনে ফেলে দিয়েছে 'বাহুবলী টু' এবং 'দঙ্গল'কেও। অসাধারণ পারফরম্যান্স। প্রথমদিন 'কেজিএফ টু' হিন্দি ভার্সনের বক্স অফিস কালেকশন ছিল ৫৩.৯৫ কোটি টাকার। দ্বিতীয় দিন ৪৬.৭৯ কোটি টাকার। দুদিনে মোট ব্যবসা করল ১০০.৭৪ কোটি টাকার। সপ্তাহ শেষে আশা করা যাচ্ছে ১৮৫ কোটি পেরিয়ে যাবে।'


 <