মুম্বই: একের পর এক দক্ষিণী ঝড়, ফের চর্চায় উঠে এসেছে সদ্য মুক্তি পাওয়া 'কেজিএফ: চ্যাপ্টার ২'। দক্ষিণী তারকা যশ (Yash) অভিনীত 'কেজিএফ: চ্যাপ্টার ২' (‘K.G.F: Chapter 2’) দেখে যখন মুগ্ধ সবাই, তখনই চর্চায় উঠে এসেছে আরও একজনের নাম। তিনি অবশ্য পর্দার সামনের নয়, নেপথ্যের মানুষ। উজ্জ্বল কুলকার্নি। ১৯ বছরের এই এডিটারের হাতেই তৈরি হয়েছে 'কেজিএফ: চ্যাপ্টার ২'।
প্রথম দিনে দেশজুড়ে ১৩৪ কোটি ৫০ লক্ষ টাকার ব্যবসা করেছে 'কেজিএফ: চ্যাপ্টার ২'। এতদিনের সমস্ত বক্স অফিস রেকর্ড ভেঙে দিয়েছে এই ছবি।
এই 'কেজিএফ: চ্যাপ্টার ২' একক তারকার ছবি হিসেবে সর্বোচ্চ ওপেনার হয়ে উঠেছে। শুধু হিন্দিতেই এই ছবি প্রথম দিনে ৬৩.৬৬ কোটি টাকার ব্যবসা করেছে। কর্ণাটকে প্রথম দিনে সর্বোচ্চ ব্যবসা করা কন্নড় ছবি এটি। একই ঘটনা কেরলেও। একইসঙ্গে 'কেজিএফ'-এর প্রথম দিনের রেকর্ডও ভেঙেছে এই ছবি।
আরও পড়ুন: মুখে রক্তের ছিটে, দু হাতে ওমের গলা জড়িয়ে দাঁড়িয়ে শ্রাবন্তী বললেন, 'ভয় পেও না'
জানলে অবাক হবেন, চর্চায় উঠে আসছে যে উজ্জ্বল কুলকার্নির নাম, এটা তাঁর প্রথম এডিট করা ছবি। এর আগে ইউটিউবে ও বিভিন্ন অনুরাগীদের ভিডিও এডিট করতেন তিনি। তাঁর কাজ দেখেই 'কেজিএফ: চ্যাপ্টার ২'-এর পরিচালক প্রশান্ত নীল তাঁকে দায়িত্ব দিয়েছিলেন। তারপরেই ম্যাজিক। ১৯ বছরের এডিটরের হাতের জাদুতে হিট 'কেজিএফ: চ্যাপ্টার ২'।
২০১৮ সালে মুক্তি পায় 'কে জি এফ চ্যাপ্টার ১' ছবিটি। সেই থেকে অনুরাগীরা দ্বিতীয় পর্ব মুক্তির অপেক্ষায় ছিলেন। প্রশান্ত নীল পরিচালিত এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি বেশ সাড়া ফেলেছিল দর্শকদের মধ্যে। বিশেষত অভিনেতা যশের অভিনয় মনে দাগ কেটেছিল সকলের।
'কে জি এফ চ্যাপ্টার ২' ছবিতে খলনায়ক অধীরার চরিত্রে দেখা গেছে বলিউড তারকা সঞ্জয় দত্তকে। অভিনেত্রী রবিনা টন্ডনকে দেখা যায় ভারতের কাল্পনিক প্রধানমন্ত্রী রমিকা সেনের চরিত্রে। এছাড়াও ছবিতে অন্যান্য মুখ্য চরিত্রে প্রকাশ রাজ, অনন্ত নাগ, শ্রীনিধি শেট্টি প্রমুখদের দেখা গেছে। এমনিতেই গত বছরে সঞ্জয় দত্ত ও রবিনা টন্ডনের লুক রিলিজ হতেই শোরগোল ফেলেছিল অনুরাগীদের মধ্যে।