কলকাতা: এ এক 'মেসবাড়ি'-র গল্প। বর্তমান ইঁদুর দৌড়ের যুগে, আমরা সবাই যখন ছুটছি, তখন এক সম্পর্কের বুনোটের গল্প শোনাতে আসবে 'মেসবাড়ি'। দীপান্বিতা সেনগুপ্তর পরিচালনায় 'ক্লিক' (KLiKK) ওটিটি প্ল্যাটফর্মে আসছে নতুন স্বল্পদৈর্ঘ্যের ছবি, 'মেসবাড়ি'। ক্লিক স্টুডিওজ়-এর উদ্যোগে মুক্তি পাওয়া প্রথম স্বল্পদৈর্ঘ্যের ছবি হতে চলেছে। সদ্য মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। অভিনয়ে রয়েছেন, খেয়ালী ঘোষ দস্তিদার (Kheyali Ghosh Dastidar), বিশ্বনাথ বসু (Bishwanath Basu), দেবদূত ঘোষ (Devdut Ghosh), ধীমান ভট্টাচার্য্য (Dheeman Bhattacharya), আবির সেনগুপ্ত (Abir Sengupta), শুভশ্রী সেনগুপ্ত (Subhasree Sengupta) ও অন্যান্যরা।
হুমায়ুন আহমেদের গল্প অবলম্বনে তৈরি এই স্বল্পদৈর্ঘ্যের ছবি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে। ছবির চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন সৌরভ বন্দ্যোপাধ্যায়, সম্পাদনা পবিত্র জানা। সঙ্গীতের দায়িত্বে রয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। এই ছবিতে গান গেয়েছেন রূপঙ্কর বাগচীর (Rupankar Bagchi)-র মতো শিল্পীরা। অফ দা স্পেকট্রাম-এর প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি।
বর্তমান সমাজে, ছোট ছোট পরিবারের প্রচলন রয়েছে। অনেক সময়েই চাকরির প্রয়োজনে সন্তানেরা পাড়ি দেয় বিদেশে। তারপরে সেখানেই থিতু হয়, সংসার করে। বাবা-মায়েরা থাকেন দেশে। এক্কেবারে একা। কখনও কখনও আবার তাঁদের ঠিকানা হয় বৃদ্ধাশ্রম। সম্পর্কের বিভিন্ন সমীকরণ নিয়েই তৈরি হয়েছে 'মেসবাড়ি'-র গল্প। কিছু মানুষের একসঙ্গে ভাল থাকতে চাওয়ার ইচ্ছা, আর তার জন্য তৈরি হওয়া একটা 'মেসবাড়ি'-র গল্প এটি। সদ্য মুক্তি পেয়েছে এই শর্টফিল্মের ট্রেলার।
ট্রেলারে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে খেয়ালী ঘোষ দস্তিদারকে। ছেলে বিদেশে থাকে, এমন এক মায়ের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। ছেলেকে মনে পড়া, তাঁর ছোটবেলার স্মৃতি আঁকড়ে থাকা, সব মিলিয়ে একটি গুরুত্বপূর্ণ চরিত্র আর পরিস্থিতি তুলে ধরেছেন তিনি। বিশ্বনাথকেও দেখা গিয়েছে একজন মধ্যবয়স্ক ব্যক্তির ভূমিকায়। সব মিলিয়ে, বর্তমান সমাজের একটি চিত্র তুলে ধরবে 'মেসবাড়ি'।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।