কলকাতা: কন্যাসন্তানের মা হয়েছেন কিয়ারা আডবাণী (Kiara Advani)। বাবা হয়েছেন সিদ্ধার্থ মলহোত্র (Siddharth Malhotra)। জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তাঁরা। আর সেই আনন্দেই, পাপারাৎজিদের মিষ্টি পাঠিয়েছেন সিদ্ধার্থ আর কিয়ারা। আর সেই সঙ্গে রয়েছে একটা বিশেষ বার্তা। সেটাই নজর কেড়েছে সবার। বিশেষভাবে তৈরি এই মিষ্টির বাক্সে লেখা রয়েছে বিশেষ বার্তা। সোশ্যাল মিডিয়ায় এক পাপারাৎজি সেই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেখান থেকেই সেই ছবি ছড়িয়ে পড়েছে।
পাপারাৎজিদের জন্য মিষ্টি পাঠালেন সিদ্ধার্থ-কিয়ারা
সিদ্ধার্থ আর কিয়ারা একটি বিশেষ বাক্সে পাপারাৎজিদের মিষ্টি পাঠিয়েছেন। সেখানে লেখা রয়েছে, 'আমাদের রাজকুমারী চলে এসেছে। সেই উপলক্ষ্যে একটু মিষ্টিমুখ করে নিন। আর দয়া করে কোনও ছবি তুলবেন না। কেবল আশীর্বাদ করবেন।' পাপারাৎজি থেকে শুরু করে নেটিজেনরা, প্রত্যেকেই কিয়ারা ও সিদ্ধার্থের এই ব্যবহারের প্রশংসা করেছেন। সিদ্ধার্থ আর কিয়ারা বলিউডের অন্যতম প্রিয় জুটি। তাঁদের জীবনে নতুন সদস্য আসাতেও খুশি অনুরাগীরা। প্রত্যেকেই শুভেচ্ছা জানিয়েছেন নতুন বাবা-মাকে।
মেয়ের জন্মের পরে সিদ্ধার্থ-কিয়ারার পোস্ট
প্রসঙ্গত, সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবানী ৭ ফেব্রুয়ারি ২০২৩-এ বিয়ে করেছিলেন। এরপর এই দম্পতি এই বছরের শুরুতে ভক্তদের সঙ্গে একটি সুখবর শেয়ার করেছিলেন। এখন তাঁরা দু'জন একরত্তি মেয়ের বাবা-মা হয়েছেন। এটি নিয়েও দু'জনেই একটি পোস্ট শেয়ার করেছেন। যেখানে তাঁরা লিখেছিলেন, ‘আমাদের হৃদয় ভরে গিয়েছে এবং পৃথিবী বদলে গিয়েছে। আমাদের বেবি গার্ল এসে গিয়েছে...’
কিয়ারা আডবাণী আর সিদ্ধার্থ মলহোত্র বলিউডের অন্যতম পাওয়ার কাপল। 'শেরশাহ' ছবিতে অভিনয় করতে গিয়ে তাঁদের সম্পর্কের শুরু। নিজেদের সম্পর্ক নিয়ে প্রথমটা কিছুই প্রকাশ করেননি তাঁরা। তবে তাঁদের প্রেম গোপন থাকেনি। সংবাদমাধ্যমের শিরোনামে জায়গা করে নিয়েছিল তাঁদের সম্পর্ক। এবং তারপরে তাঁদের স্বপ্নের বিবাহ বাসর। রাজস্থানের জয়সলমীরে রাজকীয় বিয়ে সেরেছিলেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল তাঁদের বিয়ের ছবি। সেই থেকেই তো অনুরাগীদের পছন্দের একেবারে শীর্ষ তালিকায় রয়েছেন তাঁরা। নেটিজেনরা বলেন, সিদ্ধার্থ কিয়ারা যে ভালবাসা নিয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকেন, সেই সমীকরণ খুব কম জুটির মধ্যেই দেখা যায়। এবার তাঁদের জীবনের নতুন অধ্যায় শুরু হল।