মুম্বই : স্বাধীনতা দিবসের প্রাক্কালেই মুক্তি পেয়েছে সিদ্ধার্থ মলহোত্রা, কিয়ারা আডবাণী অভিনীত নতুন ছবি 'শের শাহ'। ছবিটি তৈরি হয়েছে কার্গিল যুদ্ধে শহিদ ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবনের সত্যি ঘটনা অবলম্বনে। ছবিতে ক্যাপ্টেন বাত্রার ভূমিকায় অভিনয় করেছেন সিদ্ধার্থ মলহোত্রা এবং তাঁর বাগদত্তা ডিম্পল চিমার ভূমিকায় অভিনয় করেছেন কিয়ারা আডবাণী। যিনি কিনা আবার অভিনেতার বাস্তব জীবনেরও প্রেমিকা বটে। যদিও সিদ্ধার্থ বা কিয়ারা কেউই তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেননি। সম্প্রতি 'শের শাহ' অভিনেত্রী কিয়ারা আডবাণীর একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, নিজের ছবি 'শের শাহ' দেখে এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছেন নায়িকা যে ছবি দেখতে দেখতে কেঁদেও ফেলেন।


একটি সাক্ষাৎকারে কিয়ারা আডবাণী জানিয়েছিলেন, 'শের শাহ'-এর শ্যুটিং শুরু হওয়ার আগেই ডিম্পল চিমার সঙ্গে দেখা করেন তিনি। ক্যাপ্টেন বিক্রম বাত্রার বাগদত্তার চরিত্রে অভিনয় করার আগে ডিম্পল চিমার সঙ্গে দেখা করা এবং তাঁর সঙ্গে কথা বলে তাঁর আবেগ অনুভূতি বোঝা খুবই প্রয়োজনীয় ছিল বলে জানিয়েছিলেন এই অভিনেত্রী। সম্প্রতি কিয়ারা আডবাণীর ফ্যান ক্লাবের পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, এই অভিনেত্রী বিমানে করে কোথাও যাচ্ছেন। ফোনে কিছু দেখতে দেখতে কান্নায় ভেঙে পড়ছেন তিনি। আসলে তিনি নিজেরই ছবি 'শের শাহ'-র একটি দৃশ্য দেখে ভেঙে পড়েন, যেখানে শহিদ ক্যাপ্টেন বিক্রম বাত্রার শেষযাত্রার দৃশ্য ছিল। কার্গিল যুদ্ধের হিরোর শেষ যাত্রার দৃশ্যে বাস্তবের ডিম্পল চিমার মতো আবেগ ধরে রাখতে পারলেন না পর্দার ডিম্পল চিমাও।



ছবির শ্যুটিং শেষ হওয়ার পর ক্যাপ্টেন বিক্রম বাত্রার পরিবারের সঙ্গে দেখা করেন কিয়ারা। একটি সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন, 'যখন আমি ক্যাপ্টেন বাত্রার পরিবারের সঙ্গে দেখা করি, ওঁরা বলেন আমি নাকি একেবারেই ডিম্পল চিমার মতো। ওঁদের এই কথা আমাকে আবেগে অভিভূত করে দেয়।'