Smartphones: সেপ্টেম্বর মাসে লঞ্চ হতে চলেছে বেশ কয়েকটি স্মার্টফোন (Smartphones)। অ্যাপেলের আইফোন ১৪ সিরিজ (iPhone 14 Series) ছাড়াও এই তালিকায় রয়েছে আসুস (Asus), শাওমি (Xiaomi), মোটোরোলা (Motorola) এবং অন্যান্য আরও জনপ্রিয় সংস্থার ফোন। দেখে নেওয়া যাক সেপ্টেম্বর মাসে কী কী স্মার্টফোন লঞ্চ হতে চলছে। রইল তালিকা।


আইফোন ১৪ সিরিজ- আগামী ৭ সেপ্টেম্বর অ্যাপেলের ‘Far Out’ ইভেন্টে লঞ্চ হতে চলেছে আইফোন ১৪ সিরিজ। এই স্মার্টফোন সিরিজে আইফোন ১৪, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ মিনি এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স লঞ্চের সম্ভাবনা রয়েছে। প্রো মডেলগুলিতে থাকতে পারে এ১৬ বায়োনিক চিপসেট। আইফোন ১৩ সিরিজের থেকে আইফোন ১৪ সিরিজের ফোনের দাম বেশি হবে বলে আন্দাজ করা হচ্ছে।


Asus ROG Phone 6D Ultimate- আসুস সংস্থা জানিয়েছে তারা ১৯ সেপ্টেম্বর গ্লোবাল মার্কেটে লঞ্চ করবে Asus ROG Phone 6D Ultimate। এই ফোনে থাকতে পারে মিডিয়াটেক ডিমেনসিটি ৯০০০+ প্রসেসর। এছাড়াও এই ফোনে ৬.৭৮ ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে থাকতে পারে যেখানে Full HD+ রেজোলিউশন থাকার সম্ভাবনা রয়েছে। দুর্দান্ত ফিচার নিয়ে লঞ্চ হবে এই গেমিং ফোন।


শাওমি ১২টি প্রো- শাওমির এই স্মার্টফোন সেপ্টেম্বর মাসেই লঞ্চ হওয়ার কথা রয়েছে। একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর থাকতে পারে এই ফোনে। এর সঙ্গে সর্বোচ্চ ১২ জিবি র‍্যাম যুক্ত থাকতে পারে। Android 12 OS out of the box- এর সাহায্যে এই ফোন পরিচালিত হতে পারে। একটি ৬.৬৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকতে পারে এই ফোনে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। সেখানে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর থাকতে পারে। এছাড়াও থাকতে পারে ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।


আইকিউ ওও জেড৬ লাইট- ভিভোর সাবব্র্যান্ড আইকিউওও সংস্থার এই ফোন সেপ্টেম্বরে লঞ্চ হতে পারে। এই ফোনে একটি ৬.৫৮ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। FullHD LCD ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। এর রিফ্রেশ রেট ৯০ হার্টজ হতে পারে। ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে এই ফোনে। এছাড়াও থাকতে পারে ৫০০০ এমএএইচ ব্যাটারি।


মোটোরোলা এজ ৩০ আলট্রা- নীল এবং ধূসর রঙে মোটোরোলার এই ফোন লঞ্চ হতে পারে সেপ্টেম্বরেই। ফিঙ্গারপ্রিন্ট সেনসর এবং গুগল অ্যাসিসট্যান্ট সাপোর্ট থাকতে পারে এই ফোনে। ৬.৬ ইঞ্চির OLED ডিসপ্লে থাকতে পারে এই ফোনে যার রিফ্রেশ রেট হতে পারে ১৪৪ হার্টজ। ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং ৬০ মেগাপিক্সেলের ফ্রন্ট সেনসর থাকতে পারে এই ফোনে।