মুম্বই: গত ৭ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আডবাণী (Kiara Advani)। প্রেমিক সিদ্ধার্থ মলহোত্রর (Sidharth Malhotra) সঙ্গে নতুন জীবন শুরু করেছেন। বিয়ের আগে মুখে কুলুপ এঁটেছিলেন দুই তারকাই। কিন্তু বিয়ে মিটতেই মেহেন্দি, সঙ্গীত থেকে সাত পাকে ঘোরার ছবি শেয়ার করে নেন নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। ধীরে ধীরে বিয়ের সমস্ত ছবি সামনে আনছেন দুই তারকা। আর আজ মায়ের জন্মদিনে সঙ্গীত ও মেহেন্দির অদেখা ছবি পোস্ট করলেন কিয়ারা আডবাণী।
মায়ের জন্মদিনে কিয়ারার বিশেষ পোস্ট-
আজ জন্মদিন বলিউড অভিনেত্রী কিয়ারা আডবাণীর মায়ের। এদিন মাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। কোনও ছবিতে তাঁকে তাঁর মায়ের সঙ্গে দেখা যাচ্ছে। কোনও ছবিতে তিনি মা ও ভাইয়ের সঙ্গে। আবার কোনও ছবিতে বাবা, মা, ভাই ও সিদ্ধার্থের সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন কিয়ারা। কোনও ছবিতে আবার অভিনেত্রীকে চুম্বনে ভরিয়ে দিচ্ছেন তাঁর মা। ছবি পোস্ট করে কিয়ারা লিখেছেন, 'শুভ জন্মদিন মা। তোমার মেয়ে হতে পেরে আমি আশির্বাদধন্য।'
প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণীর বিয়ের খবর শোনা যাচ্ছিল। বিভিন্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছিল যে, দুই তারকা শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবেন। অবশেষে সেই শুভদিন এল চলতি বছর। ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সলমেরের সূর্যগড় প্যালেসে বসেছিল সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ের আসর। হাতে গোনা কিছু অতিথি উপস্থিত ছিলেন সেখানে। বি টাউনের কিছু তারকাও ছিলেন। সেখান থেকে বিয়ে সেরে এসে দিল্লি এবং মুম্বইতে দুটি রিসেপশন পার্টি দেন দুই তারকা। সেখানে বি টাউনের প্রায় সমস্ত তারকাকেই উপস্থিত থাকতে দেখা যায়। করিনা কপূর খান, কৃতী শ্যানন, অভিষেক বচ্চন, নীতু কপূর, শিল্পা শেট্টি, ভূমি পেড়নেকর, দিশা পাটানি, আদিত্য রয় কপূর, অনুপম খের, ভিকি কৌশল, রণবীর সিংহ এবং আরও অনেকে হাজির ছিলেন সেখানে।