মুম্বই: সম্প্রতি মুক্তি পেয়েছে 'যুগ যুগ জিও' (JugJugg Jeeyo)। বরুণ ধবন (Varun Dhawan), কিয়ারা আডবাণী (Kiara Advani), অনিল কপূর (Anil Kapoor) ও নীতু কপূর (Neetu Kapoor) অভিনীত এই ছবি ভালই ব্যবসা করছে বক্স অফিসে। 'ফ্যামিলি ড্রামা' (family drama) ঘরানার এই ছবির সাফল্যকে এবার উদযাপন করল বিখ্যাত সংস্থা 'আমূল' (Amul)।


'আমূল'-এর উদযাপন


সমালোচকদের থেকে ভালই প্রতিক্রিয়া পেয়েছে রাজ মেহতা পরিচালিত এই ছবি। প্রথম সপ্তাহান্তে ৩৬ কোটির ব্যবসা করে ফেলেছে এই ছবি। এবার ছবির সাফল্যকে কুর্নিশ জানিয়ে বিশেষ পোস্ট করল নামী সংস্থা 'আমূল'। 'যুগ যুগ জিও'র গোটা পরিবারের কার্টুন ঢঙে ছবি দিয়ে ক্যাপশনে লিখলেন 'বলিউডের নতুন জনপ্রিয় ফ্যামিলি এন্টারটেনার!' ছবির ওপরে লেখা রয়েছে 'রোজ যুগ কর খাও'। নীচে লেখা 'খাও পিও জিও'। পোস্টটি শেয়ার করেছেন কলাকুশলীরাও।


 






পরিবারের গল্প বলে 'যুগ যুগ জিও'


দুই ভিন্ন প্রজন্মের দম্পতির গল্প বলবে এই ছবি। বিয়ের পরবর্তী জীবনের সমস্যায় জর্জরিত দুই জুটিই। ছবির পরতে পরতে 'জেনারেশন গ্যাপ' ও ভালবাসার ব্যতিক্রমী দৃষ্টিকোণ নজরে পড়বে। 


আরও পড়ুন: RRR Nomination: 'আর আর আর'-এর এবার হলিউড পাড়ি, 'সেরা ছবি'র মনোনয়ন পেল রাজামৌলির ব্লকবাস্টার