নয়াদিল্লি: ইনস্টাগ্রাম ঘাঁটার অভ্যেস থাকলে, বিশেষত যদি রিলস (Instagram Reels) দেখার অভ্যেস থাকে তাহলে তানজানিয়ার বিখ্যাত কিলি পলকে (Kili Paul) চেনেন নিশ্চয়ই। কিলির সঙ্গে তাঁর বোন নিমা পলও (Nima Paul) ভাইরাল (Viral) হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তাঁরা দুজনেই মূলত বলিউড ও দক্ষিণী ছবির বিভিন্ন জনপ্রিয় গান ও সংলাপে রিলস তৈরি করেন। মুখে মুখে সমস্ত ভারতীয় কথায় লিপ সিঙ্কও করেন। সম্প্রতি একটি ভিডিওয় কিলি পলের অভিনয় দক্ষতায় আপ্লুত নেটাগরিকেরা। 


কিলি পল ইনস্টাগ্রামে একটি লিপ সিঙ্ক ভিডিও শেয়ার করেছেন যেখানে তিনি বলিউড তারকা গোবিন্দা, মমতা কুলকার্নি, কাদের খান (Govinda, Mamta Kulkarni, Kader Khan) প্রমুখ অভিনীত ১৯৯৭ সালের 'নসিব' (Naseeb) ছবির একটি দৃশ্য রিলস তৈরি করেছেন। এই ছবিতে গোবিন্দা এবং কাদের খানের একসঙ্গে অভিনীত 'আরে জা' (Arrey Jaa) দৃশ্যটি গোবিন্দার সেরা পারফর্ম্যান্সের অন্যতম। সেই ভিডিওর রিল তৈরি করে কিলি তাঁর অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন। ভিডিওটি রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।


 






ভিডিওটি ইতিমধ্যে ইনস্টাগ্রামে ২ লক্ষ ২৭ হাজারের বেশি ভিউস পেয়েছে। সেই সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। ইন্টারনেটে রীতিমতো নিজের ভক্তকূল গড়ে তুলেছেন। তাঁর লিপ সিঙ্ক করা দেখে প্রশংসায় ভরিয়েছেন সকলে। একইসঙ্গে অনেকের মত, কিলির এবার বলিউডে সুযোগ পাওয়া কেউ আটকাতে পারবে না।


আরও পড়ুন: Bhuban Badyakar in Dadagiri: দাদাগিরিতে আসছেন 'কাঁচা বাদাম' খ্যাত ভুবন বাদ্যকর