কলকাতা: আইনত তাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছে বটে, তবে তাঁদের মধ্যে বন্ধুত্বের সমীকরণ অটুট। সবসময় মুখে প্রশংসা থাকে একে অপরের জন্য। পারিবারিক অনুষ্ঠান থেকে শুরু করে ফিল্মের প্রচার, সবসময়েই তাঁদের দেখা যায় পাশাপাশি। তবে কীভাবে শুরু হয়েছিল তাঁদের সম্পর্কের? সদ্য নিজের পরিচালিত নতুন ছবি 'লাপতা লেডিজ়' (Laapata Ledies)-এর প্রচারে এসে, নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খুললেন কিরণ রাও (Kiran Rao)।
নিজেদের সম্পর্ক নিয়ে আলোচনা করতে গিয়ে কিরণ বলেন, 'অনেকেই মনে করেন, আমির আর আমার সম্পর্ক 'লগান' (Lagaan) থেকে শুরু। তবে এটা সম্পূর্ণ মিথ্যে। 'স্বদেশ' (Swadesh) -এ কাজ করার সময় আমির আর আমার সম্পর্ক তৈরি হয়। ও সেই সময়ে 'মঙ্গল পাণ্ডে'-র শ্যুটিং নিয়ে ব্যাস্ত ছিল। আমরা একসঙ্গে কিছু বিজ্ঞাপনীর কাজ করেছিলাম আর সেই থেকেই আবার আমাদের দেখাসাক্ষাৎ শুরু হয়। 'লগান'-এ কাজ করার পরে, ৩-৪ বছর আমির আর আমার কোনও যোগাযোগই ছিল না। 'লগান'-এর সময়ে রিনার সঙ্গে আমিরের বিবাহবিচ্ছেদ হয়। সেই সময়ে অনেকেই মনে করেছিলেন, আমিই রিনা আর আমিরের বিচ্ছেদের কারণ। বিষয়টা একেবারেই সত্যি নয়।'
কেবল নিজেদের সম্পর্কের শুরু নয়, সম্পর্কের সমীকরণ নিয়েও মুখ খোলেন কিরণ। তিনি বলেন, 'যাঁরা আগে কখনও সম্পর্কে ছিলেন, তাঁদের সব সময়ে আমি বলি কাপেল কাউন্সেলিংয়ের মধ্যে দিয়ে যেতে। আমি আর আমিরও তাইই গিয়েছিলাম। এতে দুজনের মধ্যে চাওয়া পাওয়াগুপো পরিষ্কার হয়ে যায়।'
সদ্য মুক্তি পেয়েছে কিরণের পরিচালিত নতুন ছবি 'লাপতা লেডিজ়'। এই ছবির প্রচারের সময়ে পাশাপাশি দেখা গিয়েছিল আমির ও কিরণকে। এবিপি নেটওয়ার্ক আয়োজিত অনুষ্ঠানে এসে আমি জানিয়েছিলেন, তিনি নিজেই চেয়েছিলেন কিরণের পরিচালনায় 'লাপতা লেডিজ়'-এ অভিনয় করতে। কিন্তু রাজি হননি কিরণ। একেবারে মাটির কাছাকাছি থাকা এই গল্পকে নষ্ট করতে পারে আমিরের স্টারডম, এই ভয় ছিল কিরণের। তাই আমিরের অডিশন নিয়েও তাঁকে বাতিল করেছিলেন কিরণ। প্রাক্তন স্ত্রীর সিদ্ধান্ত মেনেও নিয়েছিলেন আমির। তবে এই ছবিতে অভিনয় না করার অভিমান রয়েছে আমিরের। মজা করে জানিয়েছিলেন সেই কথাও।
আরও পড়ুন: Tollywood Actress: ছবির এই দুই খুদেই এখন প্রতিষ্ঠিত অভিনেত্রী, ছোটবেলার ছবি দেখে আপনি চিনতে পারছেন?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।