কলকাতা: মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) শিলিগুড়ি সফর কাটছাঁট হল। শিলিগুড়ি শহরে পদযাত্রার কর্মসূচি বাতিল। উত্তরকন্যায় প্রশাসনিক সভা সেরে আজই কলকাতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 


সফরসূচি পরিবর্তন: গতকাল জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিকের বিধানসভা কেন্দ্রে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী। হাবড়ার বাণীপুরের এই সভা থেকে একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি। এরপর গতকাল শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে পাহাড়ের উন্নয়নমূলক বোর্ডের সদস্যদের সঙ্গে সভা করেন মুখ্যমন্ত্রী। আজ শিলিগুড়ি শহরে পদযাত্রা ও জলপাইগুড়ির ডাবগ্রামে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান হওয়ার কথা ছিল। পরে পদযাত্রা কর্মসূচি বাতিল হয়। শিলিগুড়ির উত্তরকন্যায় একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্য়াস করে এদিনই কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী।                 


এদিকে লোকসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের 'সম্পত্তি অ্যাটাচ' প্রসঙ্গ।সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে বারবার উঠে এসেছে ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর নাম। লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে তল্লাশি নিয়ে জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে ইডি দাবি করে,  অভিষেক বন্দ্যোপাধ্যায় লিপস অ্যান্ড বাউন্ডস প্রাইভেট লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার এবং ২০১২-র এপ্রিল থেকে ২০১৪-র জানুয়ারি পর্যন্ত এই কোম্পানির ডিরেক্টর ছিলেন। এবছরের শুরুতে আদালতে রিপোর্ট পেশ করে ED জানিয়েছিল, তারা লিপস অ্য়ান্ড বাউন্ডসের সম্পত্তি অ্যাটাচের প্রক্রিয়া শুরু করেছে। এই প্রেক্ষাপটে এবার মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের মুখে শোনা গেল সম্পত্তি অ্য়াটাচের কথা।               


গতকাল শিলিগুড়ির সভা থেকে তিনি বলেন, "অভিষেক তো ইয়ং ছেলে, ওকে কিছু না কিছু তো করতে হবে যখন বিয়ে করেছে। ২ টো বাচ্চা আছে। খাওয়াবে কী? কিছু তো করতে হবে? ঘরে বসে থাকলে তো খাবার পাওয়া যাবে না। ওঁর একটা বিজনেস ছিল। সব প্রপার্টি অ্যাটাচ করে দিয়েছে। আমি কখনও কিছু বলিনি। এই কারণে বলিনি যে, আমাদের যে লড়াই সেটা এই অন্যায়ের বিরুদ্ধেই। আমাদের যা যা আছে আপনি নিয়ে নিন। কিন্তু গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবেন না।''    


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Loksabha Election 2024: একে অপরকে হারিয়ে সংসদে পা রাখার চ্যালেঞ্জ, সম্মুখ সমরে সৌমিত্র-সুজাতা