কলকাতা: এবার পর্দায় আসতে চলেছে এক নতুন জুটির গল্প। অরুণিমা ঘোষ (Arunima Ghosh) ও গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee) এই প্রথম জুটি বেঁধেছেন পর্দায়। অগাস্ট মাসে এই ছবির শ্যুটিং শুরু হয়েছিল। আর এবার প্রকাশ পেল ছবি মুক্তির দিন। ৩০ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পাচ্ছে পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Banerjee) অরুণিমা ঘোষ (Arunima Ghosh) ও গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee) অভিনীত ও পরিচালক অভিমুন্য মুখোপাধ্যায় (Abhimanyu Mukherjee)-এর ছবি কীর্তন (Kirtan)।                             


ছবিতে পরাণ বন্দ্যোপাধ্যায়ের চরিত্রের নাম অবিনাশ (Abinash) । তার পুত্রবধূর (Daughter In Law) ভূমিকায় দেখা যাবে অরুণিমাকে । তাঁর চরিত্রের নাম মণিমালা (Monimala) । পরাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলের ভূমিকায় দেখা যাবে গৌরবকে । ছবিতে তাঁর চরিত্রের নাম অরূপ।                                                                                                                                                                                     


গল্পের শুরু হয় মণিমালা ও অবিনাশের দ্বন্দ্বকে ঘিরে । পুরনো বাড়ি ছেড়ে নতুন আধুনিক বাড়িতে গিয়ে ছেলেকে বড় করে তুলতে চায় মণিমালা । কিন্তু পৈত্রিক বাড়ি ছেড়ে অন্য কোথাও যেতে নারাজ অবিনাশ । সেখান থেকেই শুরু রোজ তর্ক-বিতর্ক । আর অরূপ ? সে বাবা আর স্ত্রী এর ঝগড়ার মাঝে কার্যত দোটানায় । বাবা অবিনাশ অবশ্য তাকে দোষারোপ করে বাঙাল বাড়িতে ঘটি মেয়ে বিয়ে করে আনাই তার দোষ । সব মিলিয়ে মজার মোড়কেও যেন এক বাস্তব সমস্যার কথা তুলে ধরবে এই ছবি ।                                         


আরও পড়ুন: Arbaaz Khan: বিচ্ছেদের পর মালাইকার সঙ্গে সম্পর্ক কেমন? স্পষ্ট জানালেন আরবাজ


গল্পের শুরু হয় মণিমালা ও অবিনাশের দ্বন্দ্বকে ঘিরে । পুরনো বাড়ি ছেড়ে নতুন আধুনিক বাড়িতে গিয়ে ছেলেকে বড় করে তুলতে চায় মণিমালা । কিন্তু পৈত্রিক বাড়ি ছেড়ে অন্য কোথাও যেতে নারাজ অবিনাশ । সেখান থেকেই শুরু রোজ তর্ক-বিতর্ক । আর অরূপ ? সে বাবা আর স্ত্রী এর ঝগড়ার মাঝে কার্যত দোটানায় । বাবা অবিনাশ অবশ্য তাকে দোষারোপ করে বাঙাল বাড়িতে ঘটি মেয়ে বিয়ে করে আনাই তার দোষ । সব মিলিয়ে মজার মোড়কেও যেন এক বাস্তব সমস্যার কথা তুলে ধরবে এই ছবি ।