মুম্বই: তিনি কিংবদন্তী। কালজয়ী। তিনি ভারতীয় সঙ্গীতজগতের একটা অধ্যায়। কিশোর কুমার। আজ তাঁর জন্মদিন। বাঙালি পরিবারে জন্ম হয়েও  জনপ্রিয়তায় দেশকালের সীমারেখা পার করেছেন কিশোর কুমার।   রাজেশ খন্না, জিতেন্দ্র থেকে  দেব আনন্দ, অমিতাভ বচ্চনের কণ্ঠ হয়ে গিয়েছিলেন  কিশোর কুমার। তাঁর মৃত্যুর পর পেরিয়ে গেছে ৩টি দশক। তবু আজও কিশোর কুমার মানেই বিস্ময়, বিমুগ্ধতা।

আজ তাঁর জন্মদিনে একটি মনকাড়া ভিডিও শেয়ার করলেন অভিনেতা আয়ুষ্মান খুরানা। শুধু অভিনেতা হিসেবে নয়, গায়ক হিসেবেও জনপ্রিয় তিনি। 'অন্ধাধুন' ছবির শ্যুটিংয়ের ফাঁকে এই গানটি রেকর্ড করেছিলেন 'ভিকি ডোনার' অভিনেতা। এই গানটি কিশোর কুমারের কণ্ঠে শোনা গিয়েছিল রাজেশ খন্না ও তনুজা অভিনীত 'মেরে জীবনসাথী' ছবির গান।


অন্যদিকে সঙ্গীতশিল্পী ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ও শেয়ার করলেন তাঁর গাওয়া কিশোর কুমারের একটি গান। পুরনো একটি কনসার্টের এই ভিডিওটি পোস্ট করে কিংবদন্তী শিল্পীকে শ্রদ্ধা জানিয়েছেন বাবুল। 'কাটি পতং'ছবির 'ইয়ে জো মোহাব্বত হ্যায়' গানটি এখনও সমান জনপ্রিয়।