কলকাতা: আজ জন্মদিন কিশোর কুমারের। এ কথা ঠিক যে, কিশোর কুমার বললেই আমাদের সবার আগে মনে পড়ে তাঁর কণ্ঠ। কিন্তু, তিনি তো শুধুই গায়ক ছিলেন না। একাধারে ছিলেন অভিনেতা, গীতিকার, সুরকার, পরিচালক, প্রযোজক। এককথায় বহুমুখী প্রতিভার অন্যতম সেরা উদাহারণ তিনি। সুর দিয়ে যেমন তিনি শ্রোতাদের মন ছুঁয়েছেন, তেমনই মন কেড়েছেন অভিনয়সত্তা দিয়েও। আজ তাঁর জন্মদিনে দেখে নিন তাঁর জীবনে অভিনয় করা অন্যতম সেরা পাঁচটি ছবির কথা।
১) নৌকরি - প্রথমেই আসবে ১৯৫৪ সালে রিলিজ করা 'নৌকরি' ছবির কথা। এই ছবিতে তিনি মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। তাঁর বিপরীতে ছিলেন শেইলা রমানি। আর পরিচালক অবশ্যই বিমল রয়। অভিনেতা কিশোর কুমার এই ছবির জন্যই মানুষের মনে প্রথমবার প্রভাব ফেলেন। তিনি বুঝিয়ে দিতে সক্ষম হন যে, কিশোর কুমার শুধুই গায়ক নন। একজন দক্ষ অভিনেতাও বটে।
২) লুকোচুরি - ১৯৫৬ সালে রিলিজ হওয়া 'লুকোচুরি' কিশোর কুমারের জীবনের অন্যতম ভাল অভিনয় করা ছবি। বাংলা কমেডি ছবিতে কিশোর কুমারের ছিল ডাবল রোল। তাঁর বিপরীতে ছিলেন মালা সিনহা এবং অনিতা গুহ। কিশোর কুমার ফিল্মসের ব্যানারে তৈরি হওয়া এই ছবিটি পরিচালনা করেছিলেন কমল মজুমদার। এই ছবির গান 'সিং নেই তবু নাম তার সিংহ' আজও চিরসবুজ।
৩) চলতি কা নাম গাড়ি - ১৯৫৮ সালে মুক্তি পাওয়া 'চলতি কা নাম গাড়ি' ছবির কথা না বলে কিশোর কুমারের বলিউড কেরিয়ারকে ব্যাখ্যা করা একেবারে অনৈতিক কাজ হবে। এই ছবিতে অশোক কুমার, কিশোর কুমার এবং অনুপ কুমারকে দেখা গিয়েছে। সত্যেন বসুর পরিচালনায় এই ছবিতে কিশোর কুমারের বিপরীতে অভিনয় করেছিলেন মধুবালা। এই ছবির গানও অত্যন্ত জনপ্রিয় হয়েছিল, সে কথা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।
৪) দূর গগন কি ছাঁও মে - এই ছবির নাম না করে আপনি কীভাবে কিশোর কুমারের কথা আলোচনা করবেন! 'দ্য প্রাউড রেবেল' ছবির অনুকরণে তৈরি হয়েছিল এই ছবিটি। এই ছবির চিত্রনাট্য লিখেছিলেন কিশোর কুমার। পরিচালক ও প্রযোজক সবই ছিলেন কিশোর কুমার। এই ছবিতে শিশু শিল্পীর ভূমিকায় অভিনয় করেছিলেন তাঁর ছেলে অমিত কুমার।
৫) পড়োসন - ১৯৬৮ সালে মুক্তি পাওয়া 'পড়োসন' এ দেশের রোম্যান্টিক কমেডি ফিল্মের তালিকায় সবসময় থাকবে। যেমন ছবির গান। তেমন থিম। আর তেমনই অভিনয়। বাংলা ছবি পাশের বাড়ির অনুকরণে তৈরি হয়েছিল এই ছবি। কিশোর কুমার ছাড়াও এই ছবিতে অভিনয় করেছিলেন সুনীল দত্ত, শায়রা বানু এবং মেহেমুদ। 'মেরে সামনেবালি খিড়কি মে' .. হোক অথবা 'কহেনা হ্যায়'....কিংবা 'এক চতুর নার'....এই ছবির প্রত্যেকটি গান আজও একইরকম জনপ্রিয়।