উমপুনে বিপর্যস্তদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। সামনে যত বাধাই আসুক না কেন, আমরা একসঙ্গে সেই বাধা-বিপত্তি পেরিয়ে যাব'।
নিজের পোস্টে শাহরুখ আরও জানিয়েছেন - কলকাতা নাইট রাইডার্স মীর ফাউন্ডেশনের সঙ্গে উদ্যোগ নিয়েছে উমপুনে ক্ষতিগ্রস্তদের সাহায্য পৌঁছে দেওয়ার।
এই উদ্যোগগুলির মধ্যে রয়েছে
- মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক সাহায্য।
-বিপর্যস্ত এলাকাগুলিতে কেকেআর সহায়তা বাহনে ত্রাণ পৌঁছনোর ব্যবস্থা ।
-উমপুনে বিপর্যস্ত অ্যাসিড আক্রান্তদের ঘরবাড়ি সারানো এবং জীবনকে স্বাভাবিক ছন্দে ফেরানোর জন্যও সাহায্য
-৫ হাজার চারাগাছ রোপন।
উমপুনের আগে করোনা মোকাবিলাতেও বিপুল সাহায্য নিয়ে বাংলার পাশে দাঁড়িয়েছেন শাহরুখ। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দিয়েছেন আড়াই কোটি টাকা। কেকেআর এবং মীর ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে পিপিই কিটও। সেসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে ধন্যবাদও জানিয়েছিলেন শাহরুখকে। প্রত্যুত্তরে শাহরুখ ট্যুইটারেই লিখেছিলেন, ভাই হিসেবে এটি তার কর্তব্য। সেই একই মানবিকতা নিয়ে আবারও বাংলার পাশে বাঙালির শাহরুখ।
এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ট্যুইট করেছেন- সংকটের এই সময়ে পাশে দাঁড়ানোর জন্য শাহরুখ, মীর ফাউন্ডেশন ও কেকেআর-কে ধন্যবাদ। এটা খুবই সুচিন্তিত ও অর্থবহ অবদান। ঘূর্ণিঝড় উমপুনের বিপর্যয়ের মোকাবিলায় বাংলা ঐক্যবদ্ধ ও একত্রিত।বাংলা সাহসী ও এই লড়াইয়ে জয়ী হবে।