কলকাতা: করোনা আক্রান্ত হলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। সংক্রমিত তাঁর স্ত্রী, বাড়ির দুই পরিচারক।


সূত্রের খবর, সম্প্রতি মন্ত্রীর বাড়িতে রান্নার কাজে নিযুক্ত পরিচারিকার জ্বর আসে। করোনা পরীক্ষা করালে তাঁর রিপোর্ট পজিটিভ আসে। এর পরেই দমকলমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের করোনা পরীক্ষা করা হয়। দমকলমন্ত্রী সুজিত বসু, তাঁর স্ত্রী এবং বাড়ির আরও পরিচারকের রিপোর্ট পজিটিভ আসে। তবে মন্ত্রীর দুই সন্তানের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।


দমকলমন্ত্রী বলেন, চিকিত্‍সকের পরামর্শে হোম কোয়ারেন্টিনে আছি। চিকিত্‍সক ওষুধ দিয়েছে সেগুলোই খাচ্ছি। ৩০ জনকে পরীক্ষা করানো হবে। ১৫ জনের পরীক্ষা হয়ে গিয়েছে। কাল পরীক্ষা করানো হবে। মানুষের মাঝে থাকা লোক। একন বাড়িতে বসে থাকতে হচ্ছে। মুখ্যমন্ত্রী ফোন করে খোঁজ নিয়েছেন। সবার আশীর্বাদে সুস্থ হয়ে আবার কাজে ফিরব।


এদিকে, করোনা আক্রান্ত কালীঘাট নিবাসী রাজ্যের এক বিধায়কের অবস্থাও আশঙ্কাজনক। দক্ষিণ ২৪ পরগনার ওই বিধায়ক দক্ষিণ কলকাতার বাসিন্দা। ফুলবাগানের একটি হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার সাপোর্টে তাঁকে রাখা হয়েছে। সূত্রের খবর, আক্রান্ত বিধায়কের পরিবারের দুই সদস্যের শরীরেও করোনা সংক্রমণ ধরা পড়েছে। তাঁদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে।