নয়াদিল্লি: আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের ১১ বছর গতকাল ১৮ আগস্ট পূর্ণ হল ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির। ২০০৮-এ শ্রীলঙ্কার বিরুদ্ধে অভিষেক হয়েছিল তাঁর। আর এই এগারো বছরে অনেকটা পথ পিছনে ফেলে এখন টেস্ট ক্রিকেটে এক নম্বর দলের অধিনায়ক তিনি। সেই সঙ্গে ক্রিকেটের তিন ফর্ম্যাটেই এক নম্বর ব্যাটসম্যান কোহলি। ফেলে আসা বছরগুলিতে ফিটনেস, পারদর্শীতা সহ অন্যান্য বিভাগে এতটাই উন্নতি করেছেন, যার কোনও প্রশংসাই যথেষ্ট নয়।
২০০৮-র নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তাঁর এই যাত্রা নিয়ে আবেগবিহ্বল পোস্ট করেছেন। এই যাত্রাপথে যাঁরা তাঁর পাশে দাঁড়িয়েছেন, তাঁদের ধন্যবাদ জানিয়েছেন কোহলি। তিনি লিখেছেন, ২০০৮-এ এই দিনটাতে কিশোর হিসেবে যে যাত্রা শুরু হয়েছিল, তার ১১ বছর পূর্ণ হল।ঈশ্বর যে আশীর্বাদ আমাকে করেছেন, তা কখনও ভাবতে পারিনি। প্রত্যেকেই যাতে তাঁদের স্বপ্ন পূরণ করতে পারেন এবং সঠিক পথ অনুসরণ করেন, সেই প্রার্থনা করছি।



অনূর্দ্ধ ১৯ ক্রিকেটার হিসেবেই নিজের প্রতিভার পরিচয় দিয়েছিলেন কোহলি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক কেরিয়ারের শুরু হয়েছিল তাঁর। শুরুটা খুব একটা ভালো হয়নি। করেছিলেন মাত্র ১২ রান। ২০০৯-এ প্রথম সেঞ্চুরি করেন তিনি। একদিনের ক্রিকেটে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটসম্যান কোহলি।
এখনও পর্যন্ত ২৩৯ একদিন, ৭৭ টেস্ট এবং ৭০ টি ২০ ম্যাচ খেলেছেন কোহলি। একদিনের ক্রিকেটে তাঁর রান ১১,৫২০। টেস্টে তাঁর সংগ্রহে রয়েছে ৬৬১৩ রান। টি ২০ তে ২৩৬৯ রান।