কলকাতা: অপেক্ষার অবসান। চোখ ধাঁধানো টিজার ভিডিও, টিজার পোস্টার, মূল চরিত্রের পোস্টার প্রকাশ্যে এসেছিল আগেই। এবার রহস্য উন্মোচনের আরও এক ধাপ এগিয়ে গেল। পর্দা উঠল রহস্যের। প্রকাশ্যে এল ওয়েব সিরিজ 'ইন্সপেক্টর নলিনীকান্ত'-এর (Inspector Nalinikanta) ট্রেলার (Trailer)।
'ইন্সপেক্টর নলিনীকান্ত' ট্রেলার প্রকাশ্যে
আর কিছু দিন পরেই 'ক্লিক' ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পাওয়া যাবে 'ইন্সপেক্টর নলিনীকান্ত'। প্রযোজনায় আর্কাডিয়া এন্টারটেনমেন্ট। প্রকাশ পেয়েছে সিরিজের ট্রেলার। পরিচালনায় সৌমিক চট্টোপাধ্যায়। ট্রেলারের পরতে পরতে রহস্য। হাড় হিম করা ঘটনা প্রবাহ।
কলকাতার খ্যাতনামা কসমেটিক সার্জন ডাক্তার আদিত্য সেন ও তার স্ত্রী শর্মিলার পনেরোতম বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে এসেছে আদিত্যর বন্ধু শেখর, যিনি আবার পেশায় উকিল। আদিত্যর ফোনে তাঁর রোগী নিশার ঘন ঘন ফোন আসতে থাকে। সেটা দেখতে পায় শর্মিলা। শর্মিলা বেশ কিছু দিন আগে থেকেই আদিত্য আর নিশার সম্পর্কের বিষয়টা জানে। সেটা আদিত্য অস্বীকার করলেও খুব একটা লাভ হয়নি। সেই অ্যানিভার্সারি পার্টিতেই আদিত্যর প্রতি শর্মিলার ব্যবহার দেখে বাকিরা বুঝতে না পারলেও বেশ বুঝতে পারে শেখর।
সেমিনারের জন্য আদিত্যর যেদিন মুম্বই চলে যাওয়ার কথা সেদিনই শর্মিলাকে খুন করে আদিত্য। তারপর পুরো ফ্ল্যাটটাকে এমন ভাবে সাজায় যেন মনে হয়, ডাকাতি করতে এসে ডাকাতরাই খুন করেছে শর্মিলাকে। প্ল্যান অনুযায়ী ঠিক যতক্ষণে পুলিশ জানতে পারবে এই ঘটনা ততক্ষণে আদিত্য মুম্বইয়ে। নিশা এক্ষেত্রে আদিত্যর পার্টনার-ইন-ক্রাইম।
এই খুনের তদন্ত করতে আসে ক্রাইম ব্রাঞ্চ অফিসার নলিনী কুণ্ডু। সঙ্গে তাঁর সহযোগী মুস্তাক। নলিনী খবর দেয় আদিত্যকে। আর শর্মিলা যে এখনও মৃত নয়, কোমাতে আছে, সেটাতেই চমকে যায় আদিত্য। আদিত্যর ব্যবহার চোখ এড়ায়নি নলিনীর। তদন্ত চলতে থাকে, জট যেন বাঁধতে থাকে আরও। শর্মিলা মাঝে রেসপন্স করলেও শেষ রক্ষা হয়নি। নলিনীকে কিছু বলার আগেই মারা যায় শার্মিলা।
নলিনী কি বুঝতে পারবে আদিত্য যে আসল খুনি? নাকি একটা 'perfect murder' করে আদিত্য বেঁচে যাবে নলিনীর চোখে ধুলো দিয়ে?
আরও পড়ুন: Britney Spears Health: দেহের ডানদিকের স্নায়ু ক্ষতিগ্রস্ত, অসুস্থ পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স
সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রজতাভ দত্ত, সুব্রত দত্ত, রূপসা চট্টোপাধ্যায়, মিশকা হালিম, ছন্দক চৌধুরী, গৌতম সরকার। সিরিজের কাহিনি সৌমিক চট্টোপাধ্যায়, অয়ন ভট্টাচার্যের লেখা।