মুম্বই: কপূর পরিবারের দুই কন্যা করিনা কপূর খান (Kareena Kapoor Khan) ও করিশ্মা কপূর (Karishma Kapoor) বলিউডে নিজেদের জায়গা তৈরি করে নিয়েছেন বহু বছর আগে। করিনা কপূর খানকে বলিউড ছবিতে নিয়মিত দেখা গেলেও করিশ্মা কপূরকে এখন আর বিশেষ দেখা যায় না। কিন্তু দুই বোনই সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন। কখনও একসঙ্গে কখনও নিজের নিজের ব্যক্তিগত জীবনের ছবি ভিডিও অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন। দুই বোনের ডাকনামও বেশ মজাদার। বেবো (Bebo) আর লোলো (Lolo)। কিন্তু এই নামের মানে কী? এক সাক্ষাৎকারে তা জানালেন করিনা কপূর খান।


সকলেই জানেন, করিনা কপূর খানের ডাকনাম বেবো আর করিশ্মা কপূরের ডাকনাম লোলো। এই দুই মজাদার ডাকনাম সম্পর্কে সাক্ষাৎকারে রহস্য ফাঁস করেন 'হিরোইন' অভিনেত্রী। জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার মনীশ মলহোত্রর সঙ্গে চ্যাট শোয়ে কথা বলাকালীন করিনা কপূর জানান, তিনিই ছোটবেলায় তাঁদের বাবা-মাকে জানান, তাঁদের দুই বোনকে মজাদার কোনও ডাকনাম দিতে। তারপরই তাঁদের ডাকনাম রাখা হয় বেবো আর লোলো। করিশ্মা কপূরের ডাকনাম লোলো কথার অর্থ সিন্ধিতে লোলি। লোলি আসলে এক ধরনের সিন্ধি মিষ্টির নাম। সেখান থেকেই তাঁর নাম রাখা হয় লোলো। আর দিদির লোলো নামের মতো করেই তাঁর নাম রাখা হয় বেবো। এই নামের সঠিক কোনও মানে নেই বলেও জানান করিনা কপূর খান।


আরও পড়ুন - Fukrey 3: শ্যুটিং শুরু 'ফুকরে থ্রি'র, দেখা যাবে না এই অভিনেতাকে


প্রসঙ্গত, গতকালই বলিউড অভিনেত্রী কাজলের সঙ্গে মুম্বইয়ের মেহবুবা স্টুডিওর বাইরে হঠাৎ দেখা হয়ে যায় করিনা কপূর খানের। দুই অভিনেত্রীর সম্পর্ক নিয়ে বাইরে যা কিছু রটে গেলও, তাঁদের মধ্যে যে কোনও তিক্ততা নেই, তা বোঝা যায় ভিডিও দেখে। দুই অভিনেত্রী রাস্তায় দাঁড়িয়েই একে অপরের সঙ্গে গল্পে মশগুল হয়ে যান। একে অপরের জীবনের খোঁজ নেন। সেখানেই করিনা কপূর খান জানান যে, করোনা আক্রান্ত হয়েছেন করিশ্মা। আর যাওয়ার সময় একে অপরকে জড়িয়েও ধরেন। 


করিনা কপূর খানকে খুব শীঘ্রই দেখা যাবে আমির খানের বিপরীতে 'লাল সিং চাড্ডা' ছবিতে। আগামী ১১ অগাস্ট মুক্তি পাবে এই ছবি।