কলকাতা: প্রথম ছবিতে অভিনয় করার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন বাবা। নাহ.. তার কারণ মেয়ে অভিনয় করবে সেটা নয়। কারণ সেই বাবা নিজেই ছিলেন তৎকালীন বাংলা ছবির প্রথম সারির অভিনেতা। তাহলে? কারণ, বাবা ভেবেছিলেন, মেয়ে বোধহয় অভিনয় পারবেন না। আর তাতে ক্ষতি হবে পরিচালক-প্রযোজকের। আড়ালে পরিচালককে বলেছিলেন, 'দু-একদিন দেখে ওকে ছবি থেকে বাদ দিয়ে দেবেন'। এবিপি লাইভকে একটি সাক্ষাৎকারে এই গল্প শুনিয়েছিলেন খোদ রঞ্জিত মল্লিক (Ranjit Mallick)। আর আজ সোশ্যাল মিডিয়ায় প্রথম ছবির অভিজ্ঞতার কথা শেয়ার করে নিলেন সেই বাবার মেয়ে অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)।
আজ সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট ভিডিও শেয়ার করে নেন কোয়েল। সেখানে তিনি বর্ণনা করছেন, 'আমি অনেক ছবি করেছি, কিন্তু 'নাটের গুরু' আমার জন্য সবসময় খুব বিশেষ হয়ে থাকবে।' কোয়েল বিভিন্ন সাক্ষাৎকারে স্বীকার করেছেন, তিনি ব্যক্তিগত জীবনে একটু চাপা স্বভাবের। কখনোই ব্যক্তিগত জীবন নিয়ে সবার সামনে আলোচনা করতে স্বচ্ছন্দ্য হন না তিনি। আর প্রথম ছবির সময় তিনি নাকি সবার সামনে আসতেও চাইতেন না।'
কোয়েল জানাচ্ছেন, প্রথমদিন, প্রথম শটের সময় সেটে উপস্থিত ছিলেন গোটা ইন্ডাস্ট্রির প্রায় সবাই। রঞ্জিত মল্লিকের মেয়ে প্রথম মহরত শট দেবে, সেই খবর চাউর হয়ে যেতেই সেটে হাজির হয়েছিলেন পরিচালক-প্রযোজক অনেকেই। হাজির ছিলেন কোয়েলের বাবা-মাও। তাঁদের ভয়, লাজুক মেয়ে আদৌ সাজঘর থেকে বেরিয়ে সেটে আসবে তো?
কোয়েল সাজঘরে প্রথম শটের অপেক্ষায় সেই খবর শুনেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee) স্বয়ং। তিনি নিজের হাজির হয়েছিলেন কোয়েলকে আশীর্বাদ করতে। আর কিংবদন্তির আশীর্বাদে যেন অনেকটাই আত্মবিশ্বাস পেয়েছিলেন কোয়েল। প্রথম শট মিটে যায় ভালোয় ভালোয়।'
সোশ্যাল মিডিয়ায় বর্তমানের সফল, টলিউডের প্রথম সারির সেই নায়িকা শেয়ার করে নিয়েছেন শুরুর কথা।