কলকাতা: ছোট থেকেই পুজোর সকাল শুরু হত বাড়ির ঢাকের শব্দে। বোধন থেকে শুরু করে নবপত্রিকা স্নান, পুষ্পাঞ্জলি, যাবতীয় আচার অনুষ্ঠান, সমস্ত কিছুর সঙ্গেই অঙ্গাঙ্গিভাবে যুক্ত থাকেন তিনি। বাদ গেল না এই বছরের পুজোও। শুরুর দিন থেকেই বাবা রঞ্জিত মল্লিক (Ranjit Mallick), স্বামী নিসপাল সিং রানে (Nispal Singh Rane), ছোট্ট ছেলে কবীর (Kabir) আর মাকে নিয়ে মল্লিকবাড়ির পুজোর মধ্যমণি কোয়েল মল্লিক (Koel Mallcik)।


আজ সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট ভিডিও শেয়ার করে নিয়েছেন কোয়েল। সেখানে অনুরাগীদের পুজোর শুভেচ্ছা জানান তিনি। সেইসঙ্গে বলেন ভুরিভোজ, বন্ধু ও  পরিবারের সবার সঙ্গে আড্ডা, খাওয়া দাওয়া এই সবকিছুর কথাও। সঙ্গে সঙ্গে কোয়েলের মুখে উঠে আসে বাংলা ছবির পাশে দাঁড়ানোর কথা। কোয়েল বলেন, 'পুজোর সময় অনেক ভালো বাংলা ছবি মুক্তি পাচ্ছে। সেই সমস্ত বাংলা ছবি হলে গিয়ে দেখুন।'


আরও পড়ুন: PS1 Box Office Collection: মুক্তি পেল মণি রত্নমের 'পোনিয়িন সেলভান ১', কেমন হল প্রথম দিনের ব্যবসা?


পুজোর বিভিন্ন ঝলকের ছোট্ট ছোট্ট ভিডিও শেয়ার করে নেন কোয়েল। সেখানে দেখা যায়, সাদা পাঞ্জাবিতে কাঁসর বাজাতে ব্যস্ত সে। মল্লিক বাড়ির লাল মেঝের সিঁড়িতে বসেও পুজোর আনন্দে মেতেছে খুদে।