কলকাতা: জমকালো লাল শাড়ি, প্রদীপের হলুদ আলো যেন আলাদা মাত্রা যোগ করেছে তাঁর সৌন্দর্য্যে। দীপাবলিতে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করলেন টলি কুইন কোয়েল মল্লিক। ক্যাপশানে লিখলেন, 'শুভ কালীপুজো ও শুভ দীপাবলি সবাইকে। সবার জীবনে শান্তি ও সমৃদ্ধি আসুক। সবার জীবনে আলো হোক। সবাইকে ভালোবাসা।'


আজ সোশ্যাল মিডিয়ায় নিজের একাধিক ছবি ভাগ করে নেন কোয়েল। দীপাবলির জন্য সনাতনী সাজই পছন্দ নায়িকার। লাল জরির কাজের শাড়ি ও ভারি গয়নায় সাজলেন নায়িকা। খোলা চুলে আলগা লালিত্য। কোয়েলের ছবি দেখে উচ্ছসিত নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় নায়িকাকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা। 


কেবল কালীপুজো বা দীপাবলি নয়, সমস্ত অনুষ্ঠানেই সোশ্যাল মিডিয়ায় ছবি ভাগ করে নেন কোয়েল।


বাড়ির দুর্গাপুজোয় সবসময়েই অংশ নেন কোয়েল। ছোট থেকেই বাড়ির পুজো দেখে আসছেন তিনি। আর দুর্গাপুজোর পর বাড়িতে লক্ষ্মীপুজো ও হয়। সেখানেও পুজোর আচার অনুষ্ঠান পালন করেন তিনি। সম্প্রতি কোজাগরী লক্ষ্মীপুজোর ছোট্ট ভিডিও শেয়ার করেছিলেন কোয়েল। সেখানে দেখা গেল, আগুনরঙা শাড়ি পরে বাড়িতে আসনা দিতে ব্যস্ত তিনি। কখনও আবার আরতির পঞ্চপ্রদীপ এগিয়ে দিচ্ছেন সবার দিকে। সব মিলিয়ে বাড়ির পুজোর সমস্ত নিয়ম নিষ্ঠা করেই পালন করলেন কোয়েল।


ছোটবেলা থেকেই বাড়ির পুজো দেখে এসেছেন কোয়েল, বড় হয়েছেন সেই আবহেই। সোশ্যাল মিডিয়ায় হামেশাই পুজো নিয়ে নিজের ছোটবেলার স্মৃতি ভাগ করে নেন অভিনেত্রী। সম্প্রতি একটি ছোট্ট ভিডিও শেয়ার করেছিলেন অভিনেত্রী। তাতে তিনি বলছেন, 'ছোটবেলায় পুজোর সময় সবচেয়ে কম সময়ে ঘুমাতাম। কারণ ঘুমালেই মনে হত সময় নষ্ট। ঠাকুর দালানে বসে আড্ডা, খাওয়া দাওয়া, সব মিলিয়ে পুজোয় খুব আনন্দ হত।'


পুজোর সেই আনন্দে ভাটা পড়েনি কখনও। এখনও একইরকমভাবে মল্লিকবাড়ির পুজোর প্রতিদিন হাজির থাকেন কোয়েল। তবে কালীপুজো হয় না মল্লিকবাড়িতে। কিন্তু প্রদীপ সাজিয়ে নিজের মত করে বাড়িতেই দীপাবলি পালন করলেন নায়িকা।