গল্পটা লেক গার্ডেন্স ফ্লাই ওভারের। যেখান থেকে অনেকেই ডিভাইডারের ব্লক সরিয়ে ইউটার্ন নেয়। আর সেই কারণে উল্টোদিক থেকে আসা গাড়ি গুলো অনেক সময়ই দুর্ঘটনার সম্মুখীন হয়। ঠিক এই ভাবনা থেকেই তৈরি হয়েছে ছবি ‘ফ্লাইওভার’।


চোখে মোটা ফ্রেমের চশমা, পরনে কখনও শাড়ি, কখনও সালোয়ার কামিজ। বাঁ হাতে ঘড়ি। চোখে মুখে কৌতুহল-জিজ্ঞাসা। কথা হচ্ছে সাংবাদিক বিদিশাকে নিয়ে, বাস্তবে যিনি অভিনেত্রী কোয়েল মল্লিক। আগামী ২রা এপ্রিল প্রেক্ষাগৃহে আসতে চলেছে কোয়েল মল্লিক অভিনীতি ছবি ‘ফ্লাইওভার’। ছবিটির পরিচালনা করেছেন পরিচালক অভিমন্য়ু মুখোপাধ্যায় । 


‘ফ্লাইওভার’ ছবিটি তামিল, তেলুগু, কন্নড় ভাষার সুপারহিট ছবি ‘ইউ টার্ন’-এর অনুপ্রেরণায় তৈরি হয়েছে।


ট্রাফিক আইন ভাঙার ছবি কিন্তু দেশের সব জায়গাতেই স্পষ্ঠ। হাজারো নিয়ম কানুনের বিধিনিষেধ থাকা সত্ত্বেও রোজই ভূরি ভূরি দুর্ঘটনার খবর সামনে আসছে। কলকাতার সাংবাদিক বিদিশা সেই দুর্ঘটনা পিছনে থাকা কারণকেই খুঁজে বের করতে চায়। খুঁজতে চায় সেই মানুষগুলোকে একটা দুর্ঘটনার ফলে যাদের জীবন ভেঙেচুরে ছারখার হয়ে গেছে। 


বিদিশার চরিত্রে কোয়েল মল্লিকের অভিনয় ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শকের। ছবিতে পুলিশের ভূমিকায় দেখা মিলেছে গৌবর চক্রবর্তী ও শান্তিলাল মুখোপাধ্যায়ের। এছাড়াও  ‘ফ্লাইওভার’-এর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রবি সাউ, কৌশিক রায় সহ আরও অনেকে।


‘ফ্লাইওভার’ ছবিটির প্রযোজনার দায়িত্বে আছেন নিসপাল সিংহ রানে। সূত্রের খবর অনুযায়ী, প্রত্যেকবারের মত এবারও নতুন ধরনের চরিত্রে অভিনয় করার জন্য় অনেকটাই হোমওয়ার্ক করতে হয়েছে কোয়েলকে। 


‘ফ্লাইওভার’-এর ট্রেলার প্রকাশ্যে আসার পরই দর্শকের উন্মাদনার পারদ চড়তে শুরু করেছে। ট্রেলারের টান টান সাসপেন্স কৌতুহল তৈরি করেছে সিনেপ্রেমীদের মধ্যে।


করোনা পরবর্তী অবস্থায় সিনেমা হল খুলে গেছে ইতিমধ্যেই। অন্যান্য ছবির পাশাপাশি বেশ কিছু সাম্প্রতিক বাংলা ছবিও যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। যার মধ্যে অন্য়তম 'চিনি', 'ম্যাজিক', 'প্রেম টেম'। তাই ‘ফ্লাইওভার’ নির্মাতাদের আশা এই ছবিও দর্শক হলে গিয়ে উপভোগ করবেন।