Koffee With Karan 7: কেন সম্পর্ক ভাঙল অনন্য়ার সঙ্গে? শাহিদ কপূরের ভাই যা বললেন...

Ishaan Ananya Breakup: সদ্যই 'কফি উইথ করণ'-এ দেখা গিয়েছে ক্য়াটরিনা কাইফ, ইশান খট্টর এবং সিদ্ধান্ত চতুর্বেদীকে। সেখানেই ইশান খট্টর এবং অনন্যা পাণ্ডের সম্পর্ক থেকে ব্রেকআপ নিয়ে নানা কথা ওঠে।

Continues below advertisement

মুম্বই: ছবি নির্মাতা কর্ণ জোহরের জনপ্রিয় চ্যাট শো 'কফি উইথ করণ'-এর (Koffee With Karan) নতুন সিজন শুরু হয়ে গিয়েছে। চলতি বছর আর টেলিভিশনের পর্দায় নয়, দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। বি টাউনের তারকারা সেখানে অতিথি হিসেবে উপস্থিত থাকছেন। আর কথাবার্তার মাধ্যমে তার মধ্যে থেকেই উঠে আসছে অজানা সমস্ত তথ্য। বলিউড তারকাদের 'হাঁড়ির খবর' থেকে ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা অজানা কথা সামনে আসছে। সদ্যই 'কফি উইথ করণ'-এর নতুন এপিসোড সম্প্রচারিত হয়েছে। সেখানে দেখা গিয়েছে ক্য়াটরিনা কাইফ, ইশান খট্টর এবং সিদ্ধান্ত চতুর্বেদীকে। তিন তারকা তাঁদের আগামী ছবি 'ফোন ভূত'-এর প্রচারে এসেছিলেন। সেখানেই ইশান খট্টর (Ishaan Khattar) এবং অনন্যা পাণ্ডের (Ananya Panday) সম্পর্ক থেকে ব্রেকআপ নিয়ে নানা কথা ওঠে।

Continues below advertisement

অনন্যা পাণ্ডের সঙ্গে ব্রেকআপ প্রসঙ্গে ইশান খট্টর-

'কফি উইথ করণ'-এর সদ্য সম্প্রচারিত হওয়া এপিসোডে 'ফোন ভূত' ছবির প্রচারে হাজির ছিলেন ক্যাটরিনা কাইফ, ইশান খট্টর এবং সিদ্ধান্ত চতুর্বেদী। সেখানেই সঞ্চালক কর্ণ জোহর শাহিদ কপূরের ভাইকে অনন্যা পাণ্ডের সঙ্গে ব্রেকআপ প্রসঙ্গে জিজ্ঞাসা করেন। তাঁর প্রশ্ন ছিল, 'কেন ব্রেকআপ করলে অনন্যার সঙ্গে?' কর্ণের প্রশ্নের উত্তরে ইশান পাল্টা প্রশ্ন ছুড়ে দেন। বলেন, 'আমি করেছি? কারণ, সম্প্রতি তুমি বলেছো যে ও (অনন্যা পাণ্ডে) আমার সঙ্গে সম্পর্ক ভেঙেছে। আমি ওই এপিসোডটা পুরোটা দেখেছি। তুমি ওকে সম্পর্ক ভাঙার জন্য প্রশ্ন করেছিলে।' কর্ণ বলেন, 'আমি বলতে চাইছি তোমরা দুজনে কেন সম্পর্কটা ভাঙলে? কারণ, ব্রেকআপ সবসময়ই তো মিউচুয়াল হয়। তাই না?'

আরও পড়ুন - The Kapil Sharma Show: ক্রুষ্ণা অভিষেকের পর আরও এক কমেডিয়ান ছাড়লেন 'দ্য কপিল শর্মা শো', জানালেন কারণও

ইশান কট্টর বলেন, 'আশা করি আমার পরবর্তী জীবনে ওর সঙ্গে বন্ধুত্বটা বেঁচে থাকবে। আমার দেখা মানুষদের মধ্যে ও অন্যতম অসাধারণ একজন মানুষ। ও এককথায় সুইটহার্ট। যেই ওর সঙ্গে মিশবে, সেই এই কথা বলবে। ও সত্যিই সুইটহার্ট। ও আমার অত্যন্ত প্রিয় একজন। ছিল আছে থাকবে।'

প্রসঙ্গত, কিছুদিন আগেই শোনা যায় অনন্যা পাণ্ডে এবং ইশান খট্টরের মধ্যে সম্পর্ক ভেঙেছে। চলতি বছর শাহিদ কপূরের জন্মদিনের পার্টিতে তাঁর বাড়িতেও দেখা যায় অনন্যাকে। কিন্তু তারপরই ভাঙে সম্পর্ক। ইশান খট্টর এবং অনন্যা পাণ্ডে পর্দাতেও জুটি বেঁধেছেন। তাঁদের একসঙ্গে 'খালি পিলি' ছবিতে দেখা গিয়েছে।

Continues below advertisement
Sponsored Links by Taboola