কলকাতা: পরনে সাদা শাড়ি, মুখে নূনতম মেকআপ। অভিনেত্রী কনীনিকা বন্দ্য়োপাধ্য়ায় এবার স্বয়ং মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের চরিত্রে। সদ্য়ই নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে  শুটিং ফ্লোর থেকে সেলফি পোস্ট করলেন অভিনেত্রী।  রাজ্য সরকারের 'কন্যাশ্রী' (Kanyashree Scheme) প্রকল্পের উপর তৈরি এই ছবিতে অভিনয় করছেন শাসকদলের সাংসদ শান্তনু সেনও, সেখানে পুলিশের ডিজি-র ভূমিকায় দেখা যাবে তাঁকে।


সিঙ্গুর আন্দোলন (Singur Movement) থেকে 'কন্য়াশ্রী' প্রকল্প, ছবিতে উঠে এসেছে সবটাই। তাতেই ডিজিপি-র চরিত্রে অভিনয় করছেন, তৃণমূল সাংসদ শান্তনু। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের (Mamata Banerjee) চরিত্রে দেখা যাবে অভিনেত্রী কনীনিকা বন্দ্য়োপাধ্য়ায়কে। শ্যুটিংও শুরু হয়ে গিয়েছে। ফ্লোরে গিয়ে দেখা গেল, পুলিশের পোশাক পরে রয়েছেন শান্তনু। পেশাদার অভিনেতার মতোই সংলাপ আওড়াচ্ছেন।


আরও পড়ুন...


‘ম্যাডাম আমাকে না ডেকে নিজেই’...নেতা থেকে অভিনেতা হয়ে মমতার কাছে আক্ষেপ শান্তনুর!


জনপরিষেবার ক্ষেত্রে নজির গড়ার জন্য রাষ্ট্রপুঞ্জে সেরা প্রকল্পের স্বীকৃতি পেয়েছে বাংলার 'কন্যাশ্রী' প্রকল্প।মসেই প্রকল্প নিয়েই পরিচালক উজ্জ্বল মিত্রের পরিচালনায় নতুন ছবি। তাতেই আর রাজ্য পুলিশের ডিজির চরিত্রে দেখা যাবে শান্তনুকে। কনীনিকা মমতার চরিত্রে অভিনয় করলেও, ছবিতে তাঁর চরিত্রের নাম মায়া চট্টোপাধ্যায়।


শ্যুটিং ফ্লোরে গিয়ে দেখা গেল, শান্তনু সংলাপে আওড়ে বলছেন, "ম্যাডাম, আপনি আমাকে ডেকে নিতে পারতেন। তা না করে নিজেই...বিশেষ দরকার, সে তো বুঝতেই পারছি!" একটি দৃশ্যে আবার বলতে শোনা যায়, "যে ছবি আপনি দেখেছেন, আমি হুবহু সেই ছবি আপনার সামনে তুলে ধরব।"


২০০৬ সালের ২৫ সেপ্টেম্বর সিঙ্গুরে জমি আন্দোলনের সূচনা।  বিডিও অফিস থেকে গান্ধীমূর্তির পাদদেশে, তৎকালীন বিরোধী দলনেত্রীর টানা অনশন আজও স্মৃতিতে টাটকা বাংলার সাধারণ মানুষের। সেই ঘটনা নিয়েই আবর্তিত এই ছবি। গল্পের শুরু গ্রাম বাংলার এক অভাগী মায়ের যন্ত্রণা, বঞ্চনা, ছেড়া, ফাটা আঁচলের স্নেহে বেড়ে ওঠা সাধারণ মেয়ে-দুর্গাকে ঘিরে।



তৎকালীন বিরোধী দলনেত্রীর আন্দোলনে শামিল হয়েছিলেন দুর্গার বাবা। আচমকা একদিন উধাও হয়ে যান তিনি। এর পর রাজ্যে পালাবদল এবং তার পর মমতার প্রকল্পের সুবাদে দুর্গার বেড়ে ওঠা। এ নিয়েই, উজ্জ্বল মিত্রের পরিচালনায় এগোচ্ছে সিনেমার গল্প। মমতার চরিত্রে অভিনয় নিয়ে প্রশ্ন করলে কনীনিকা বলেন, "শ্যুটিং চলছে। আমি পুরোপুরি কপি করছি, এমন নয়। এমন একটি ভূমিকা, ওঁকে পুরোপুরি কপি করা সম্ভবও নয়।"


প্রসঙ্গত, এই ছবিটি মুক্তি পাচ্ছে চলতি বছর এপ্রিল মাসে।