নিউ ইয়র্ক ভারতীয় চলচ্চিত্র উৎসবে জোড়া পুরস্কার কঙ্কনার
Web Desk, ABP Ananda | 08 May 2017 05:46 PM (IST)
নিউ ইয়র্ক: পরিচালক হিসেবে প্রথম ছবি করেই পুরস্কার পেলেন কঙ্কনা সেনশর্মা। ‘আ ডেথ ইন গঞ্জ’ ছবির জন্য নিউ ইয়র্ক ভারতীয় চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন কঙ্কনা। এই উৎসবেই ‘লিপস্টিক আন্ডার মাই বোরখা’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন কঙ্কনা। কঙ্কনা পরিচালিত ছবিতে অভিনয় করেন প্রয়াত ওম পুরী। এছাড়া এই ছবিতে অভিনয় করেছেন কাল্কি কোয়েচলিন, বিক্রান্ত ম্যাসে, জিম সারভ ও তনুজা। জোড়া পুরস্কার পাওয়ায় কঙ্কনাকে অভিনন্দন জানিয়েছেন ‘লিপস্টিক আন্ডার মাই বোরখা’ ছবির পরিচালক অলঙ্কৃত শ্রীবাস্তব।