'Kora Kagazz' Trailer Out: কোন রহস্যের সন্ধানে রজত কপূর-স্বস্তিকা মুখোপাধ্যায়? প্রকাশ্যে 'কোরা কাগজ'-এর ট্রেলার
'Kora Kagazz': ট্রেলারে দেখা যাচ্ছে রজত কপূর নিজের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার আপ্রাণ চেষ্টা করছেন। ট্রেলারেই স্পষ্ট বিখ্যাত বাবার যোগ্য সন্তান হয়ে ওঠার চেষ্টা করছেন তিনি।

নয়াদিল্লি: স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) ও রজত কপূর (Rajat Kapoor) অভিনীত 'কোরা কাগজ'-এর ট্রেলার ('Kora Kagazz' Trailer Out) এল প্রকাশ্যে। ট্রেলারেই বেশ চমক মিলেছে দর্শকদের। নবনীত রঞ্জন (Nawneet Ranjan) পরিচালিত এই ছবিতে দেখা যাবে ঐশানী যাদবকেও। মঙ্গলবারই ছবির নির্মাতাদের তরফে প্রথম পোস্টার প্রকাশ করা হয়। সেখানে স্বস্তিকা মুখোপাধ্যায় ও রজত কপূরকে দেখা যায়।
'কোরা কাগজ' ট্রেলার প্রকাশ্যে
বুধবার ফিল্ম সমালোচক তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবির ট্রেলার পোস্ট করেন। সঙ্গে লেখেন, 'কোরা কাগজের ট্রেলার প্রকাশ পেল। পরিচালনায় নবনীত রঞ্জন, অভিনয়ে রজত কপূর, স্বস্তিকা মুখোপাধ্যায় ও ঐশানী যাদব। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৫ নভেম্বর।'
View this post on Instagram
ট্রেলারে দেখা যাচ্ছে রজত কপূর নিজের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার আপ্রাণ চেষ্টা করছেন। ট্রেলারেই স্পষ্ট বিখ্যাত বাবার যোগ্য সন্তান হয়ে ওঠার চেষ্টা করছেন তিনি। এরপরই একাধিক রহস্যজনক ঘটনার ঝলক দেখা যায়। স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে সেই কাজের সূত্রেই আলাপ তাঁর। শিশু অভিনেত্রী ঐশানী যাদবের জীবনের কোনও এক বিশেষ অতীতের কথাও আসবে প্রকাশ্যে। সেই কথা সকলের সামনে এনে তাঁকে সাধারণভাবে বাঁচতে সাহায্য করার চেষ্টায় রজত কপূর।
মঙ্গলবার ছবির পোস্টার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করেন স্বস্তিকা। ক্যাপশনে লেখেন, 'একটি বিশেষ ছবি, অনেক ভালবাসা নিয়ে তৈরি যা একটি শিশুদের হোমের গল্প বলে। এই ছবি বলবে এক ১৪ বছর বয়সী মেয়ে ও একজন অভিনেতা যে নিজের শিল্পে প্রতিষ্ঠা পেতে কসরত করে চলেছে, তাঁদের গল্প।'
আরও পড়ুন: Tathagata Bibriti: জন্মদিনে বিবৃতির চোখের প্রশংসা, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা তথাগতর
View this post on Instagram
প্রসঙ্গত, ২৫ নভেম্বর এই ছবির সঙ্গে রয়েছে বড় বাজেটের ছবি 'ভেড়িয়া'র মুক্তিও। হরর কমেডি ফ্র্যাঞ্চাইজির 'স্ত্রী' ও 'রুহি'র পর এটি তৃতীয় ছবি। অভিনয়ে বরুণ ধবন ও কৃতী শ্যানন।























