কলকাতা: 'গায়ে হলুদ' কথাটার মধ্যেই রয়েছে হলুদ রঙের উল্লেখ। হিন্দু বিবাহের একটি অন্যতম সামাজিক প্রথা এটি। বিয়ের দিন সকালে বর ও বধূকে কাঁচা হলুদ বেটে মাখানো হয়। তবে সদ্য বিবাহিত পুলকিত সম্রাট (Pulkit Samrat) ও অভিনেত্রী কৃতী খারবন্দা (Kriti Kharbanda) -র গায়ে হলুদের ছবি প্রকাশ্যে আসতেই অবাক নেটপাড়া। কোথায় হলুদ? কৃতি-পুলকিতের গায়ে তো লেগে রয়েছে মাটি! ব্যাপারটা কী? তাও সোশ্যাল মিডিয়ায় খোলসা করে দিলেন নায়িকা।
সোশ্যাল মিডিয়ায় আজ নিজের ও পুলকিতের গায়ে হলুদের ছবি শেয়ার করে নিয়েছেন কৃতি। ১৬ মার্চ সাতপাকে বাঁধা পড়েছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় এৎ আগেই বিয়ের ছবি শেয়ার করে নিয়েছেন বলিউডের এই 'লাভ বার্ডস'। আজ গায়ে হলুদের ছবি শেয়ার করে কৃতি লেখেন, 'আমাদের গায়ে হলুদের অনুষ্ঠানটা ছিল একেবারে অন্যরকম। নিয়ম মেনে আমরা খুব সামান্য হলুদ ব্যবহার করেছিলাম। তবে আমাদের জন্য গায়ে হলুদ নয়, তৈরি হয়েছিল মুলতানি মাটির প্যাক। সেই প্যাকের মধ্যে সামান্য হলুদ মিশিয়ে নিয়েছিলাম কারণ ওটা তো শুভ। নতুন বর-বউয়ের ত্বক ঝলমল করবে মুলতানি মাটিতে, সেই কারণেই এই ব্যবস্থা।' সেই সঙ্গে কৃতি লিখেছেন 'একজন মানুষকে বিশেষভাবে ধন্যবাদ যে আমায় বাঁচিয়েছিল যখন পুলকিততে সবাই পুলের জলে ফেলছিল।'
দীর্ঘদিন ধরেই সম্পর্কে ছিলেন কৃতি ও পুলকিত। নিজেদের সম্পর্ক নিয়ে তেমন রাখঢাকও করেননি তাঁরা। বিভিন্ন জায়গাতেই একসঙ্গে দেখা যেত তাঁদের। একই ছাদের তলায় সংসারও পেতেছিলেন তাঁরা। অবশেষে সামাজিক বন্ধনে বাঁধা পড়লেন এই জুটি। হালকা গোলাপির ওপর সাদা ও লাল কাজের লেহঙ্গা পরেছিলেন কৃতি। অন্যদিকে পুলকিত পরেছিলেন পেস্তা-সবুজ রঙের শেরওয়ানি। তাঁদের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায়। বন্ধুবান্ধব থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রী, সকলেই শুভেচ্ছা জানান যুগলকে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।