মুম্বই: অভিনয়ের গণ্ডী পেরিয়ে এবার অন্য কাজেও মন দিতে চলেছেন অভিনেত্রী কৃতী শ্যানন (Kriti Sanon)। সোমবার, ৩১ বছর বয়সী অভিনেত্রী উদ্যোক্তা (Entrepreneur) হিসেবে নিজের নতুন কাজের ঘোষণা করেছেন।
কৃতীর নতুন উদ্যোগ
'উদ্যোক্তা' কৃতী শ্যানন। 'ফিটনেস কমিউনিটি'-তে নিজের জায়গা করতে উদ্যোগী অভিনেত্রী। অপর তিন ফিটনেস ট্রেনার ও কো-ফাউন্ডার রবিন বহেল, কর্ণ সহনে ও অনুষ্কা নন্দানির সঙ্গে হাত মেলালেন তিনি।
শুরু করেছেন ওয়েলনেস স্টুডিও 'দ্য ট্রাইব' (The Tribe)। কৃতী শ্যানন সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে লিখেছেন, 'তিনজন দুর্দান্ত কো-ফাউন্ডারের সঙ্গে উদ্যোক্তা হিসেবে নিজের যাত্রা শুরু করলাম। আমাদের প্যাশন প্রজেক্ট 'দ্য ট্রাইব' শুরু করলাম। মিমি ছবির পর যখন আমাকে ১৫ কিলো ঝরাতে হয় তখন আমার ফিটনেস যাত্রাকে নতুন করে আবিষ্কার করি এবং এমন সময় যখন লকডাউনে কোনও জিম খোলা ছিল না।'
তিনি আরও বলেন, রবিন, কর্ণ ও অনুষ্কা আমার সেই সফরের একটা বড় অংশ হয়ে ওঠে এবং আমাকে উপলব্ধি করায় যে ফিট থাকতে প্রয়োজন পড়ে শুধু অনুপ্রেরণা, সঠিক নির্দেশ ও এমন কাউকে যে ওয়ার্ক আউটকে মজা করে তুলতে পারে।
কৃতী আরও জানান যে 'দ্য ট্রাইব' অ্যাপ এই বছরের শেষের দিকে লঞ্চ করবে। বলিউডে প্রায় ৮ বছর পূরণ করার পর নতুন কাজে মন দেওয়ার কথা ঘোষণা করলেন অভিনেত্রী।
আরও পড়ুন: Bollywood Update: 'সমশেরা'র সেটে ক্যামেরাবন্দি রিল ও রিয়েল 'সঞ্জু', ছবি ভাইরাল