নয়াদিল্লি: বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত (Sanjay Dutt)। পুরনো দিনের 'রকি' (Rocky) ছবি থেকে শুরু করে হালের 'কে জি এফ: চ্যাপ্টার ২' (KGF: Chapter 2)। সর্বত্র নজর কেড়েছেন তিনি। আপাতত তিনি 'কে জি এফ: চ্যাপ্টার ২'-এর অধীরা চরিত্রের সাফল্য উপভোগ করছেন। এখন তাঁর আগামী ছবি 'সমশেরা' (Shamshera) ছবির কাজ চলছে। সেই ছবিতে সঞ্জয় দত্তের সঙ্গে 'রিল লাইফ সঞ্জু' রণবীর কপূরকে (Ranbir Kapoor) দেখা যাবে। আসছে মানুষী চিল্লার ও অক্ষয় কুমারের সঙ্গে 'পৃথ্বীরাজ' আসছে।
রিল-রিয়েল সঞ্জয়ের ছবি ভাইরাল
সম্প্রতি একটি পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হয়েছেন রিল লাইফ ও রিয়েল লাইফ সঞ্জয় দত্ত। দেখা যায় সঞ্জয় দত্ত ও রণবীর কপূর ব্যস্ত বাক্যালাপে। একটি ভিডিওয় দেখা যায় কথা বলছেন তাঁরা দুই জন। ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে নেটিজেনরা ভরিয়েছেন কমেন্টে। তাঁরা কমেন্ট করতে শুরু করেন, 'রিল লাইফ সঞ্জু ও রিয়েল লাইফ সঞ্জু'।
রাজকুমার হিরানি পরিচালিত, 'সঞ্জু' মুক্তির বছরে সবচেয়ে বেশি টাকার ব্যবসা করেছিল। যে সময় রণবীর কপূরের ছবি সেই অর্থে বিশেষ ব্যবসা করতে পারছিল না সেই সময়ে এই ছবি তাঁর ভাগ্য ফেরায়। সঞ্জয় দত্তের চরিত্রে তাঁর অভিনয় বহু প্রশংসা লাভ করে। একাধিক পুরস্কার পান তিনি। ২০১৯ সালে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে 'সেরা অভিনেতা'র পুরস্কার পান।
আরও পড়ুন: Nawazuddin Siddiqui: বিদেশের মাটিতে 'এক্সেলেন্স ইন সিনেমা' অ্যাওয়ার্ডে ভূষিত নওয়াজউদ্দিন
প্রসঙ্গত, 'সমশেরা' ছবিতে সঞ্জয় দত্তের সঙ্গে দেখতে পাওয়া যাবে রণবীর কপূর ও বাণী কপূর। অন্যদিকে রণবীর কপূরের 'ব্রহ্মাস্ত্র' মুক্তির অপেক্ষায়।