মধ্যরাতে এভাবেই পার্টি করে জন্মদিন পালন করলেন অভিনেত্রী কৃতি স্যানন...
শারীরিক চর্চার সেই ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করেন অভিনেত্রী। ছবি- ইনস্টাগ্রাম
তো এইভাবে নিজেকে ফিট রাখেন কৃতি স্যানন! দেখুন আরও ছবি...
নিজেকে ফিট রাখতে প্রতিদিন নিয়মিত কসরত করেন কৃতি। ছবি- ইনস্টাগ্রাম
তবে, শুধু পার্টি বা কাজ নয়, নিজেকে সুস্থ ও সতেজ রাখতে নিয়মিত শরীরচর্চাও করেন কৃতি। ছবি- ইনস্টাগ্রাম
‘হিরোপন্তি’ খ্যাত কৃতি সেনন, মণীষ মালহোত্র এবং সোফি চৌধুরি একসঙ্গে অন্য ভঙ্গিমায় ছবি তোলেন। ছবি- ইনস্টাগ্রাম
কৃতির জন্মদিনের পার্টি সকলেই ভীষণ আনন্দ করেন। ছবি- ইনস্টাগ্রাম
সেখানে কৃতি স্যানন ও ডিজাইনার মণীষ মালহোত্র একসঙ্গে ছবি তোলেন। ছবি- ইনস্টাগ্রাম
গায়ক ও গীতিকার গুরু রন্ধওয়া, অভিনেত্রী নুসরত ভরুচ এবং সোফি চৌধুরি সেলফি নেন। ছবি- ইনস্টাগ্রাম
পার্টিতে সোফি চৌধুরি ও আথিয়া শেট্টি আলিঙ্গনবদ্ধ হয়ে ছবি তোলেন। ছবি- ইনস্টাগ্রাম
আজ বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের ২৮তম জন্মদিন। তার আগে, নিজের বাড়িতেই জন্মদিন পালনের জন্য একটি পার্টির আয়োজন করেছিলেন কৃতি। সেখানে বলিউডের বহু তারকা উপস্থিত ছিলেন। হাজির হয়েছিলেন-- মণীষ মালহোত্র, সোফি চৌধুরি, পরিচালক কর্ণ জোহর, কীর্তি খরবন্দা এবং কার্তিক আর্যন। সকলে মিলে একসঙ্গে ছবি তুলে ইনস্টাগ্রাম শেয়ার করেন। ছবি- ইনস্টাগ্রাম