সুশান্তের সঙ্গে ডেট করছি না: কৃতী
Web Desk, ABP Ananda | 21 Jul 2016 09:51 AM (IST)
মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে সম্পর্কের জল্পনা উড়িয়ে দিলেন ‘রাবতা’ ছবিতে তাঁর সহ-অভিনেত্রী কৃতী শানন। খবরে প্রকাশ, ছবির শ্যুটিং চলাকালীন দুজনের মধ্যে বেশ ঘনিষ্ঠতা হয়। সেখান থেকেই টিনসেল টাউনে জোর জল্পনা, সুশান্ত-কৃতী নাকি একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। এই প্রথম নয়। গতমাসেও ট্যুইটারে কৃতী জানিয়েছিলেন, সুশান্তের সঙ্গে তাঁর ‘ডেট’ সংক্রান্ত যে খবর ছড়িয়েছে, তা আদৌ সত্যি নয়। সম্প্রতি, তাঁর অভিনীত পরবর্তী ছবি ‘মাদারি’-র স্ক্রিনিংয়ে এসেছিলেন শানন। সেখানে তাঁর ও সুশান্তের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে শানন বলেন, প্রথমদিকে আমি ভেবেছিলাম, এই বিষয়ে কথা না বলাই ভাল। কারণ, এটা ফিল্ম ইন্ডাস্ট্রির একটা অঙ্গ। অভিনেত্রী যোগ করেন, আমি যে কোনও অভিনেতার সঙ্গে কাজ করি না কেন, এধরনের জল্পনা উঠবে। তাই সোশ্যাল সাইটেই এই নিয়ে মুখ খুলি। সেখানেই যা বলার বলে দিয়েছি। তার বাইরে আর আমার কিছুই বলার নেই। শানন আরও বলেন, ইন্ডাস্ট্রিতে সবচেয়ে সহজ হল সম্পর্ক নিয়ে খবর ছড়িয়ে দেওয়া। এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে পরিবারের সদস্যরাও বলাবলি শুরু করেছে। এটা ঠিক নয়।