সঞ্চয়ন মিত্র, কলকাতা: পুজোর আগে ফের ভাসতে চলেছে বাংলা।  আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস শনিবার পূর্ব-মধ্য বঙ্গোপসাগর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। যার জেরে আজই তৈরি হবে নিম্নচাপ। রবিবার সেটি পরিণত হবে গভীর নিম্নচাপে। ফলে রবিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি।   

  


বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করল হাওয়া অফিস। অন্যদিকে, উপকূলবর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে উপকূলবর্তী এলাকায় বইবে ঝোড়ো হাওয়া। নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকায় আগামীকাল থেকে মঙ্গলবার পর্যন্ত মত্স্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। যাঁরা সমুদ্রে রয়েছেন, তাঁদের আজকের মধ্যেই উপকূলে ফিরতে নির্দেশ দেওয়া হয়েছে।              


আরও পড়ুন, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার শুরু করলেন ফিরহাদ হাকিম


ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলায়। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। প্রসঙ্গত, শুক্রবার বিকেল থেকেই কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। অন্যদিকে, উত্তরবঙ্গে কাল থেকে কমবে বৃষ্টির পরিমাণ।        


আরও পড়ুন, শহরে ফের নৃশংস মৃত্যু, গলার নলি কেটে খুন প্রৌঢ়কে


শনিবার থেকেই কলকাতার আকাশ মেঘলা থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৯৩ শতাংশ, ন্যূনতম ৫৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।      


এদিকে, গত কয়েকদিনে দক্ষিণবঙ্গে বৃষ্টি কম হওয়ায় স্বাভাবিকের থেকে বেশ কিছুটা বেড়েছে তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরমও বেড়েছে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায়।