কলকাতা: তাঁর দুটো পরিচয়। একদিকে তিনি যেমন অভিনেত্রী, তেমনই তিনি বর্তমানে পশ্চিমবঙ্গের ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের প্রাক্তন সাংসদও। তবে বর্তমানে রাজনীতি থেকে অনেক দূরে রয়েছেন তিনি। জীবন কাটাচ্ছেন নিজের মতো করে। নিজের পরিবার, পোষ্য আর সিনেমা নিয়ে। এমনকি ইন্ডাস্ট্রিতে কান পাতলে নাকি শোনা যাচ্ছে, প্রেমেও পড়েছেন তিনি। এ হেন মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty)-র ছবি পোস্ট করে, হঠাৎ অভিনেত্রীর ভূয়সী প্রশংসায় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। ব্যাপারটা কী?
সকাল বেলা বর্তমানে এক্স (সাবেক ট্যুইটার)-এ মিমি চক্রবর্তীর একটি ছবি পোস্ট করে নিয়েছেন কুণাল ঘোষ। সেখানে দেখা যাচ্ছে, ফিনল্যান্ডের সাদা বরফের মাঝে মৌজ করে চায়ের কাপে চুমুক দিচ্ছেন মিমি। এই ছবিটির সঙ্গে নিজের মিল পেয়েছেন কুণাল ঘোষ! কেন? কারণ কুণাল ঘোষ নিজেও চা প্রেমী। সেই কারণেই মিমির চা খাওয়ার ছবিটিই মনে ধরেছে তাঁর। সোশ্যাল মিডিয়ায় মিমির এই ছবিটি পোস্ট করে কুণাল লিখেছেন, 'একে মিমিকে পর্দায় আমার দারুণ লাগে; তার উপর আমি চা-ভক্ত। তাই ফিনল্যান্ড ভ্রমণে মিমির এই চা-তৃপ্তির ছবিটি দেখে মুগ্ধ। ভারি শক্তিশালী অভিনেত্রী। 'যোদ্ধা'র রাজকুমারী সাজসজ্জার থেকে 'বোঝে না সে বোঝে না'র সাধারণ লুকটিই যেন অসাধারণ। 'রক্তবীজ'এ 'সংইউক্তা' করেছে ফাটিয়ে। এর মধ্যে দেখলাম 'আমারো প্রাণ যাহা চায়' রবীন্দ্রসঙ্গীতটি চমৎকার গেয়েছে। যদিও প্রাক্তন সাংসদ তারকার সঙ্গে আমার আলাপ নেই, তবু, রবিবাসরীয় সকালে পর্দার প্রিয় মুখটির চা-তৃপ্তির ছবিটি পোস্ট করলাম।'
কুণাল ঘোষের লেখা থেকেই বোঝা যায়, তিনি মিমির ছবির নিয়মিত দর্শক। মিমির অভিনয় করে প্রত্যেকটি চরিত্রই তাঁর মনে থাকে। তবে এতদিন এক দলে থেকে কাজ করা সত্ত্বেও, মিমির সঙ্গে যে তাঁর আলাপ হয়নি, তার জন্য দুঃখপ্রকাশ করেছেন কুণাল ঘোষ।
আরও পড়ুন: Rakhi Sawant: ভারত ছেড়ে এবার পাকিস্তানের বাসিন্দা হতে চলেছেন রাখি সবন্ত? কী জানাচ্ছেন?