কলকাতা: এই প্রথম নয়, এর আগেও কাস্টিং কাউচ নিয়ে সরব হয়েছেন তিনি। কথা বলেছেন টলিউড নিয়েও। আর এবার, মুম্বইয়ের কাস্টিং কাউচ ও যৌন হেনস্থা নিয়ে একটি পডকাস্ট শো-তে এসে একেবারে চাঁচাছোলা জবাব দিলেন সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তী (Lagnajita Chakraborty)। তিনি যখন মুম্বইতে থাকতেন, সেই সময়ে একটি তিক্ত অভিজ্ঞতার কথা পডকাস্ট শো-তে বলেছেন লগ্নজিতা।
লগ্নজিতা চক্রবর্তী 'স্ট্রেট আপ উইথ শ্রী - ভয়েজ় ফর চেঞ্জ' পডকাস্টে এসে বলছেন, 'এমন একটা নাম বলছি, যাকে সবাই চেনেন কিন্তু তাঁর সঙ্গে কারও কিছু এসে যায় না। সেটা হচ্ছে হৃতিক রোশনের কাকা রাজেশ রোশন। উনি একজন মিউজিক ডিরেক্টর। আমি যখন মুম্বইতে থাকতাম, আমায় উনি সান্তাক্রুজে ডেকেছিলেন। ওঁর বাড়িতেই। সেখানে আমি বসে আছি, উনিও আমার পাশে বসে রয়েছেন। চারিদিকে পিয়ানো বা অন্যান্য বাদ্যযন্ত্র রয়েছে। ততদিনে আমার অনেকগুলো বিপণীর জন্য জিঙ্গল গাওয়া হয়ে গিয়েছে। ওঁর সামনেই একটা আইপ্যাড খোলা ছিল.. উনি তাতে বললেন যে, 'আপনার আওয়াজ শোনান'। আমি ইউটিউবে আমার গান সার্চ করছিলাম। আমি একটা স্কার্ট পরে গিয়েছিলাম। আমার পরিস্কার মনে আছে, উনি আস্তে আস্তে এদিকে এলেন। আমি দেখতেও পাচ্ছি উনি আসছেন। আমি ভাবছেন যে আসুন.. দেখি কতটা আসেন আর কতটা কী করতে পারেন! কিন্তু কিছু বুঝে ওঠার আগেই.. ক্যামেরায় কথাটা বলতে আমার খারাপই লাগছে... উনি ওনার হাতটা আমার স্কার্টের মধ্যে দিয়ে জাস্ট ভিতরে ঢুকিয়ে দিলেন। এটা যে খুব সাধারণ ব্যাপার!'
এই পডকাস্টের গোটা এপিসোডটি এখনও প্রকাশ্যে আসেনি। লগ্নজিতা এই সাক্ষাৎকারে আরজি কর আন্দোলন, সেই আন্দোলন করার ফলে তাঁর প্রতিক্রিয়া, তাঁর গান গাইতে আসা, সমস্ত কিছু নিয়ে কথা বলেছেন। এর আগে আরেক সঙ্গীতশিল্পী উজ্জ্বয়িনীর কাজ না পাওয়া নিয়েও কথা বলেছিলেন তিনি।
আরও পড়ুন: Jeet: মেয়ে নবন্যার জন্মদিন, বাবা হওয়ার কথা বলতে গিয়ে আবেগে ভাসলেন জিৎ
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।