মুম্বই: এখনও আকাশে বাতাসে 'উড়জা কালে কাউয়া'-গানের রেশ লেগে আছে। বক্সঅফিস হিট। বলিউডি ছবিতে পাকিস্তান- লাহোরের কথা মনে পড়লে শাহরুখের 'বীরজারা'-র কথা মনে পড়ে বটে। তবে তার পাশাপাশি বোধহয় দিগন্ত ছুঁয়ে যায় 'গদর' মতো নিষ্পাপ প্রেমের গল্প। হৃদয় ছুঁলে যে বক্সঅফিসে প্রযোযকদের পকেট উপচে পড়ে, তা আর বলা অপেক্ষা রাখে না। জ্বলজ্যান্ত প্রমাণ 'গদর ২।' তবে এবার বোধহয় সেই ভালোবাসাতেই মায়াবী শহরে আরও এক সৃষ্টি হতে চলেছে।  মঙ্গলে সবচেয়ে বড় খবর আরও বেশি দাগ কেটে গেল দর্শকদের কাছে। কারণ আমির খানের প্রযোজিত ছবির নায়ক এবার সানি দেওল ! ছবির নাম 'লাহোর ১৯৪৭।'


ফের একবার দেশভাগের প্রেক্ষাপট নিয়ে ছবিতে নায়কের ভূমিকায় দেখতে পাওয়া যাবে সানি দেওলকে। রাজকুমার সন্তোষির লাহোর ১৯৪৭ প্রযোজনার দায়িত্বে রয়েছেন বলিউডের পারফেকশনিস্ট আমির খান। দঙ্গল, লাল সিং চড্ডা-র পর সেইভাবে ফ্রেমে ধরা না দিলেও, প্রযোজনায় থেমে নেই তিনি। আর তারই ফল এবার হাতেনাতে। একদিকে গদর এবং গদর ২ দুটি ছবিই হিট। সাধারণত বলিউডে প্রথম ছবির কন্টিনিউশনে, সিক্যুয়েলের ক্ষেত্রে অনেকেই আগেরটা থেকে বের হতে পারেন না। মন ভরে না। আগের স্বাদ ফিরে পান না। তবে এর ব্যাতিক্রমীও আছে। 'মুন্নাভাই এমবিবিএস',' দাবাং' কিংবা 'টাইগার' বলিউডের এই অন্যতম কমার্শিয়াল ছবির তালিকাতেই এবার 'গদর ২।' বলাই বাহুল্য বড়সড় সাফল্য সানির। আর  ঠিক তার পরেপরেই এবার আসর জমাতে মঙ্গলে সবচেয়ে বড় খবর প্রকাশ্যে এল।  'লাহোর ১৯৪৭'-ছবিতে নায়ক হতে চলেছেন সানি দেওল। 


আরও পড়ুন, নিশি রাতে রহস্যভেদ কোয়েলের, প্রকাশ্যে 'জঙ্গলে মিতিন মাসি'-র ট্রেলর


প্রসঙ্গত, দেশভাগের প্রেক্ষাপটে একের পর এক ছবি তৈরি হয়েছে ভারতে। কখনও তা অ্য়াকশন ফিল্ম আবার কখনও নিখাদ প্রেমের গল্প। তবে অধিকাংশক্ষেত্রেই কোনও না কোনও বাস্তব সূত্রও খুঁজে পাওয়া গিয়েছে। দেশভাগের পর প্রিয় মানুষ রয়ে গিয়েছে অন্য প্রান্তে। এদিকে না চেয়েও আসতে হয়েছে সেই প্রিয় মানুষকে ছেড়েই অনেককে। সারাজীবন অপেক্ষা করেও অনেকে তাঁর জন্মের স্থানে পৌঁছতে পারেননি। কখনও অভাব অনটনে। যারা দেশভাগের পর উদ্বাস্তু হয়ে এসে পেশাগতভাবে একটু দাঁড়াতে পেরেছে, তাঁর ফিরে দেখা করতে গিয়েছে ফেলে আসা প্রাণের মানুষদের সঙ্গে। তবে  'লাহোর ১৯৪৭' কোনও যন্ত্রণার গহীন অরণ্যের ভিতর দিয়ে যাবে, নাকি পুরো উল্টো কিছু গল্প বলবে, তা সময়ই বলবে।