নয়াদিল্লি: মুক্তির অপেক্ষায় তাঁর ছবি ‘লাল সিং চাড্ডা’। তার আগে শনিবার অমৃতসরের স্বর্ণমন্দিরে প্রার্থনা করতে গেলেন আমির খান। লম্বা দাড়ি, পাকানো গোঁফ, ক্যাজুয়াল টি শার্টে আমিরকে পাওয়া গেল খোশ মেজাজে। রীতি মেনে মাথায় রুমাল বেঁধে প্রার্থনায় যোগ দিলেন মিস্টার পারফেকশনিস্ট। সাধারণ ভক্তদের মাঝেই করলেন দর্শন। ‘লাল সিং চাড্ডা’য় এক শিখ ধর্মাবলম্বীর চরিত্রে অভিয় করেছেন আমির। ঘনিষ্ঠ সূত্রের খবর, প্রতিবারের মতো এবারও ছবির চরিত্রের সঙ্গে একাত্ম হয়েই অভিনয় করেছেন তিনি।
আমির খানকে শেষ দেখা গিয়েছিল ‘ঠগস অব হিন্দোস্তান’ ছবিতে।
‘লাল সিং চাড্ডা’য় আমিরের বিপরীতে করিনা কপূর। ছবটি ১৯৯৪ এর বিখ্যাত ছবি ‘ফরেস্ট গাম্প’-এর রিমেক। এর আগেও ‘থ্রি ইডিয়টস’ ও ‘তলাস’ ছবিতে করিনার বিপরীতে কাজ করেছেন আমির।
এ বছর আমিরের জন্মদিনে ছবিটির ঘোষণা হয়। পঞ্জাবেই মূলত হয়েছে ছবিটির শুটিং পর্ব। আগামী বড়দিনে মুক্তি পেতে চলেছে আমিরের ছবিটি।