মুম্বই : সদ্য মুক্তি পেয়েছে 'বেলবটম' ছবিতে অক্ষয় কুমার এবং লারা দত্ত-র ফার্স্ট লুক। অক্ষয় কুমারের লুক দেখে ততটা না চমকালেও ইন্দিরা গাঁধীর লুকে লারা দত্তকে দেখে কার্যত হতবাক হয়ে গিয়েছে নেট দুনিয়া। শুধু নেট নাগরিকরাই নন। লারা দত্ত-র লুক দেখে চমকে গিয়েছেন অভিনেত্রীর স্বামী মহেশ ভূপতি এবং তাঁদের মেয়ে সাইরাও। এমন রূপে লারা দত্তকে দেখে অদ্ভুত প্রতিক্রিয়া দুজনেরই। জানিয়েছেন খোদ অভিনেত্রীই।


'বেলবটম' দেশের ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর চরিত্রে দেখা যাবে লারা দত্তকে। অভিনেত্রীর সেই লুকই সম্প্রতি প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তাই নিয়েই আলোচনার কেন্দ্রে অভিনেত্রী। সম্প্রতি একটি সাক্ষাকারে লারা দত্ত জানিয়েছেন যে, গত বছর অতিমারির সময় থেকে এই চরিত্রে অভিনয় করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। অতিমারি এবং লকডাউনের কারণে অভিনেত্রীর বাড়িতেই লুক টেস্ট হয়। এবং লুক টেস্টের সময় তাঁর বাড়ির সদস্যরাও উপস্থিত ছিলেন। ইন্দিরা গাঁধীর লুকে মেকআপের পর কেমন লাগছিল অভিনেত্রীকে? প্রথমেই মেয়ের প্রতিক্রিয়া জানান তিনি। বলেন, 'ও খুব অবাক হয়ে গিয়েছিল। পাশাপাশি আমাকে নিয়ে খুব চিন্তাতেও পড়ে গিয়েছিল। আমার মুখের মেকআপ দেখে ও বলল, মা ওরা তো তোমাকে মেরে ফেলবে। তুমি তো শ্বাসই নিতে পারবে না। আমাকে দেখে ও প্রচন্ড চিন্তায় পড়ে যায়। এরপর বলতে থাকে, আমি কি তোমার নাকটা একটু ছুঁয়ে দেখতে পারি? আমি কি তোমার ভুরুটা ছুঁতে পারি? আসলে ও আমাকে এভাবে দেখে খুব অবাক হয়ে গিয়েছিল'।


শুধু মেয়েই নয়, লারা দত্তর লুক দেখে স্বামী মহেশ ভূপতি কী বলেছিলেন, তাও জানিয়েছেন অভিনেত্রী। বললেন, 'আমার স্বামী তো একেবারেই চমকে গিয়েছিল। আমাকে দেখে ও বলল, আমি তোমাকে মোটেই জড়িয়ে ধরতে চাই না। তুমি একেবারেই তোমার মতো লাগছ না। কেমন যেন অন্যরকম হয়ে গিয়েছো।' প্রসঙ্গত, বহু প্রতিক্ষীত ছবি 'বেলবটম' মুক্তি পাবে আগামি ১৯ অগাস্ট। আর এই ছবি নিয়ে দর্শকরা যে কতটা উচ্ছ্বসিত, তা তো সোশ্যাল মিডিয়া দেখলেই বোঝা যায়।