মুম্বই: সঙ্গীত স্রামাজ্ঞী লতা মঙ্গেশকর তাঁর বোন গায়িকা আশা ভোঁসলেকে তাঁর ৮২তম জন্মদিনে আশীর্বাদ ও শুভেচ্ছা জানিয়েছেন টুইট বার্তায়। টুইটারে লতা লিখেছেন,




শুধু শুভেচ্ছাই জানাননি লতা, আশা এবং মহম্মদ রফি-র গাওয়া তাঁর একটি প্রিয় গান,' ও হাসিনা জুলফওয়ালি'-ও টুইট করেছেন তিনি।




দিদি লতা ছাড়াও আশাকে তাঁর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, ঋষি কপূর, মিকা সিংহ, মধুর ভণ্ডারকারের মতো ব্যক্তিত্বরা।