মুম্বই: ছেলে আরিয়ান খানের মাদক কাণ্ডে গ্রেফতারির পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি শাহরুখ খানকে (Shahrukh Khan)। গত বছর মাদক কাণ্ডে গ্রেফতার হন আরিয়ান খান (Aryan Khan)। জামিন পাওয়া নিয়ে দীর্ঘ আইনি জটিলতার বেশ কিছুদিন পর জামিন পান তিনি। সেই সমস্ত কারণে শ্যুটিং থেকে বেশ কিছুদিনের জন্য বিরতি নিয়েছিলেন শাহরুখ খান। গত বছরের শেষের দিকে শ্যুটিংয়ে ফিরেছেন। কিন্তু তাঁকে প্রকাশ্যে এর মাঝে দেখা যায়নি। ছেলের জন্মদিন থেকে নিজের জন্মদিন, অন্যান্য বছর অনুরাগীদের জন্য বাংলো থেকেই হাত নাড়াতে দেখা গেলেও এবছর কিং খানকে দেখা যায়নি। আজ লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) প্রয়াণে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে প্রকাশ্যে দেখা গেল শাহরুখ খানকে।


আরও পড়ুন - Lata Mangeshkar Passes Away: 'দিদি আর আমি', ছোটবেলার ছবি শেয়ার করে আবেগে ভাসলেন আশা ভোঁসলে


আজ সকালে প্রয়াত হন কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর। মুম্বইয়ের শিবাজি পার্কে হয় তাঁর শেষকৃত্য। সেখানেই কোকিলকণ্ঠীকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন দেশের বিভিন্ন মহলের বিশিষ্ট মানুষেরা। বলিউড থেকে খেলার জগত, রাজনীতির মানুষেরা উপস্থিত ছিলেন সেখানে। সেখানেই লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানাতে দেখা গেল শাহরুখ খানকে। নেট দুনিয়ায় ভাইরাল কিং খানের সেই ছবি। সাদা পোশাকে উপস্থিত হন তিনি। মাথায় পনিটেল। কিংবদন্তি গায়িকার জন্য বিদায়বেলায় 'দোয়া' চাইতে দেখা গেল কিং খানকে।




করোনা আক্রান্ত হয়ে জানুয়ারি মাসের শুরুর দিকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন লতা মঙ্গেশকর। সঙ্গে ছিল নিউমোনিয়ার সমস্যাও। শুরু থেকেই তাঁকে আইসিইউতে রাখা হয়েছিল। সেখানেই চলছিল বিশিষ্ট ব্যক্তিদের তত্বাবধানে চিকিৎসা। কিন্তু শেষ রক্ষা হল না। করোনা ও নিউমোনিয়ার সমস্যা কাটিয়ে উঠলেও সুস্থ হয়ে বাড়িতে ফেরা হল না লতা মঙ্গেশকরের। গতকালই আচমকা তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। সঙ্গে সঙ্গে হাসপাতালে ছুটে যান আশা ভোঁসলে। আজ সকালে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লতা সুর সম্রাজ্ঞী। ভারাক্রান্ত মন তাঁর অগণিত অনুরাগীর।