দু’বছরের প্রতীক্ষা শেষ, ফের গানের দুনিয়ায় সঙ্গীতসম্রাজ্ঞী
ABP Ananda, Web Desk | 07 Jan 2017 02:05 PM (IST)
মুম্বই: গানের দুনিয়ায় ফিরছেন লতা মঙ্গেশকর! স্বাস্থ্যের কারণে ২ বছর গান করেননি সঙ্গীতসম্রাজ্ঞী। কিন্তু ৮৭ বছরের গায়িকা জানিয়েছেন, আবার গাইবেন তিনি। রেকর্ড করবেন রাম রক্ষা স্তোত্রের ৩৮টি শ্লোক। শ্রীরামচন্দ্রের উদ্দেশে উৎসর্গীকৃত এই রাম রক্ষা স্তোত্র। জানা গেছে, লতা ইতিমধ্যেই দুটি শ্লোক রেকর্ড করে ফেলেছেন। জীবদ্দশাতেই ইতিহাস হয়ে যাওয়া গায়িকা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এই স্তোত্র গাইতে চেয়েছিলেন। অবশেষে তা করতে পারছেন তিনি। ‘রাম রতন ধন পায়ো’ ও ‘রাম শ্যাম গুণগান’ নামে তাঁর দুটি ভক্তিমূলক গানের অ্যালবাম রয়েছে। ২০১৫-য় শেষ গান গেয়েছিলেন লতা। হিন্দি ছবি ‘ডান্নো ওয়াই টু... লাইফ ইজ আ মোমেন্ট’ ছবিতে।