রণবীর সঞ্জয় দত্তের চরিত্রে যোগ্য নন, মনে করেন এই পরিচালক!
ABP Ananda, Web Desk | 07 Jan 2017 11:33 AM (IST)
মুম্বই: তরুণ সঞ্জয় দত্তের মুখে একটা অদ্ভুতরকম সারল্য ছিল। যেটা আছে রণবীর কপূরের মুখেও। তা ছাড়া রণবীর অসম্ভব ভাল অভিনয় করেন। ফলে সঞ্জয় দত্তের জীবন নিয়ে সিনেমা হলে ঋষি কপূরের ছেলেকে একটা অংশে মানাবে ঠিকই। কিন্তু সঞ্জয়ের জীবনে যে আঁধার রয়েছে, তাতে তিনি মানানসই নন। এমনটাই মনে করেন সঞ্জয় গুপ্ত। এই পরিচালক আপাতত ব্যস্ত হৃতিক রোশন-ইয়ামি গৌতমের ‘কাবিল’ ছবি নিয়ে। তবে তাঁর আরও একটা পরিচয় রয়েছে। সেটা হল, তিনি ও সঞ্জয় দত্ত দীর্ঘদিনের ঘনিষ্ঠতম বন্ধু। ‘শ্যুটআউট অ্যাট লোখন্ডওয়ালা’, ‘দস কাহানিয়া’, ‘কাঁটে’, ‘আতিশ’, ‘জঙ্গ’-এর মত বেশ কয়েকটি ছবি করেছেন তাঁরা। সঞ্জয় দত্তের জীবনী নিয়ে সিনেমা হবে বলে যে শোনা যাচ্ছে, তাতে খুব একটা উৎসাহী নন গুপ্ত সঞ্জয়। তাঁর বক্তব্য, সঞ্জয় তো যথেষ্ট সুস্থ, শিগগিরই আবার তাঁকে নায়ক হিসেবে দেখা যাবে। তাহলে তাঁর জীবন নিয়ে ছবির দরকারটা কী? সকলেই তো জানে, সঞ্জয়ের জীবনে অনেক চড়াই উতরাই রয়েছে। পরিচালক সঞ্জয় আরও জানাচ্ছেন, সঞ্জুবাবার সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন তিনি। কোনও ভাল চিত্রনাট্য পেলেই ফের একসঙ্গে কাজ করবেন তাঁরা।