মুম্বই: আজ সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের ৮৮ তম জন্মদিন। শিল্পীকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সচিন তেন্ডুলকর, শাবানা আজমি, ফারহান আখতার, ঋষি কপূর থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা।

ঋষি কপূর তাঁর টুইটে কিংবদন্তী সঙ্গীতশিল্পীকে ধন্যবাদ জানিয়েছেন। শিল্পী তাঁর এত বছরের কেরিয়ারে তাঁর সুরেলা কন্ঠের জাদু দিয়ে ইন্ডাস্ট্রিকে যেভাবে সম্মহিত করে রেখেছেন, তারজন্যে প্রত্যেকেরই তাঁর কাছে কৃতজ্ঞ থাকা উচিত বলে টুইটে মন্তব্য করেন ঋষি।

সচিন তেন্ডুলকর টুইটারে তাঁর সঙ্গে লতা মঙ্গেশকরের একটি ছবি দিয়ে লিখেছেন, সারা দুনিয়ার ভাগ্য তাঁরা এমন একজনের কন্ঠে গান শোনার সুযোগ পেয়েছেন। শিল্পীর শারীরিক সুস্থতা কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন সচিন।





এছাড়া সঙ্গীত সাম্রাজ্ঞীকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন শাবানা আজমি, ফারহান আখতার, শঙ্কর মহাদেবন সহ আরও অনেকে।

 



 


 



ভারতের অন্যতম জনপ্রিয় এবং সম্মানীয় প্লেব্যাক সিঙ্গার লতা মঙ্গেশকর। ১৯৪২ তাঁর কেরিয়ারের শুরু। হিন্দিতে প্রায় হাজারের ওপর গান রেকর্ড করেছেন তিনি। ৩৬ টি প্রাদেশিক ভাষায় গান গেয়েছেন তিনি।